Yash Dasgupta: যশ কলকাতার সবথেকে সুদর্শন নায়ক, কে করলেন এই প্রশংসা?
Yash Dasgupta: সমালোচনা– গত বেশ কয়েক মাস ধরে অভিনেতা যশ দাশগুপ্তর দৈনন্দিন জীবনের ডিকশনারিতে যুক্ত হয়েছে এই শব্দ। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলছে স্ক্রুটিনি।
যশ দাশগুপ্ত কলকাতার সবচেয়ে সুদর্শন নায়ক। খোলাখুলি ভার্চুয়াল মিডিয়ায় এই প্রশংসা করলেন অভিনেতা রোহিত রায়। এক সময় একসঙ্গে কাজ করেছেন রোহিত এবং যশ। পারস্পরিক প্রতিযোগিতা থাকা সত্ত্বেও প্রকাশ্যে যশের প্রশংসা করতে কুণ্ঠাবোধ করেননি তিনি।
যশকে শুধু কলকাতার সুদর্শন নায়ক বলেই থেমে থাকেননি রোহিত। মজা করে জানিয়েছেন, দেশের অন্যতম সুদর্শন অভিনেতা যশ। কিন্তু বলিউডের বন্ধুদের মন খারাপ করে দিতে চান না বলে এটা সরাসরি বললেন না বলেও দাবি করেছেন রোহিত।
সমালোচনা– গত বেশ কয়েক মাস ধরে অভিনেতা যশ দাশগুপ্তর দৈনন্দিন জীবনের ডিকশনারিতে যুক্ত হয়েছে এই শব্দ। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলছে স্ক্রুটিনি। তাঁর সঙ্গী ও বিশেষ বন্ধু নুসরত জাহানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও চলছে একের পর এক বিশ্লেষণ। কেউ চাইছেন কৈফিয়ত আবার কেউ বা করছেন ট্রোল। নুসরত মা হয়েছেন সদ্য। সঙ্গে রয়েছেন যশ। এদিকে ইনস্টাগ্রামেও চলছে একের পর ছবি পোস্ট। ছবি প্রায়শই তিনি পোস্ট করেন। এতে নতুন কী? নতুন হল তাঁর ইঙ্গিতবহ ক্যাপশনগুলি।
রোহিতের সেই কমেন্ট।
গত ২৬ অগস্ট, মাদার টেরেসার জন্মদিনের দিনই, পার্কস্ট্রিটের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন নুসরত। সূত্রের খবর, সন্তানের নাম রেখেছেন ‘ঈশান’। যার ইংরেজি বানান ‘Yishaan’। নুসরতের ডেলিভারি পর্বে সারাক্ষণ অভিনেতা যশ তাঁর সঙ্গে হাসপাতালে ছিলেন। তাঁকে তিনিই গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। হাসপাতালে ছিলেন নুসরতের পরিবারের সদস্যরাও। ছেলের নাম কি যশের (Yash) নামের সঙ্গে নাম মিলিয়ে রাখলেন নুসরত? না! এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি। মুখ খোলেননি যশও। যদিও সন্তান জন্মাবার পর যশ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, নুসরত ও সদ্যোজাত ভাল আছে।
সদ্য গ্ল্যামলুকে নিজের ছবি শেয়ার করে নুসরত লিখেছিলেন, “যে সব মানুষের কাছ থেকে তুমি উপদেশ গ্রহণ করো না, তাঁদের থেকে সমালোচনাও গ্রহণ কর না।” এ ধরনের ইঙ্গিতবহ পোস্ট নুসরত আগেও করেছেন। তবে এ বার ব্যতিক্রম তাঁর হ্যাশট্যাগ। নুসরতের হ্যাশট্যাগ জানিয়ে দিচ্ছে নতুন জার্নি শুরু করেছেন তিনি। নতুন চরিত্রে আবিষ্কার করছেন নিজেকে। পাশাপাশি প্রথম বার নিজের মাতৃত্ব নিয়েও মুখ খুলেছেন তিনি। লিখেছেন, #newmommylife… চমকের বাকি আছে আরও। নুসরত জানিয়ে দিয়েছেন, যে ছবি তিনি পোস্ট করেছেন সেই ছবিটি তুলে দিয়েছেন, ‘বাবা’।
প্রেগন্যান্সির গোটা জার্নিতে নিজেকে অনেকটাই আড়ালে রেখেছিলেন নুসরত। তবে একান্তে সময় কাটানো হোক বা পছন্দের ছবি আঁকার মুহূর্ত শেয়ার করেছিলেন সোশ্যাল ওয়ালে। গোটা পর্বে যশ যে তাঁর সঙ্গী ছিলেন, তার ইঙ্গিত মিলেছে দুই শিল্পীর সোশ্যাল পোস্টে।
আরও পড়ুন, ‘মানি হাইস্ট’-এর পঞ্চম সিজনেও দর্শকের ঘৃণার পাত্র আরতুরিতো!