Raha Face Reveled: গাছের আড়ালে লুকিয়ে ক্যামেরা, রাহাকে নিয়ে আলিয়া বেরতেই লিক হল ছবি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 04, 2023 | 1:17 PM

Viral Video: গাছের ফাঁক থেকে এবার একচিলতে রাহা ফ্রেমবন্দি হল। দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো। আলিয়ার কোলে করে যাচ্ছে সে।

Raha Face Reveled: গাছের আড়ালে লুকিয়ে ক্যামেরা, রাহাকে নিয়ে আলিয়া বেরতেই লিক হল ছবি

Follow Us

২০২২ সাল, একাধিক পালা বদল ঘটে গিয়েছে অভিনেত্রী আলিয়া ভাটের জীবনে। রণবীর কাপুরের সঙ্গে বিয়ে থেকে শুরু করে মা হওয়া, সবটাই ছিল এক কথায় স্বপ্নের মতো। তবে নিজেকে এই সময়টায় ক্যামেরার আড়ালে রাখেননি আলিয়া ভাট। উল্টে অন্তঃসত্ত্বা অবস্থায় ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে একাধিকবার ভাইরাল হয়েছিলেন তিনি। চেহারায় এসেছে বদল, তবুও স্কিন টাইট পোশাকে প্রকাশ্যে আসতে তিনি দুবার ভাবেননি। তবে মা হওয়ার পর যে কম বেশি সকলের চেহারাতেই সামান্য বদল আসে, তা অজানা কারও নয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হওয়ার কথা ছিল না। কিন্তু আলিয়ার ক্ষেত্রে বিষয়টা উল্টো বোল্ড লুকে ধরা দিয়েছিলেন তিনি। ২-৩ সপ্তাহ ব্রেক নিয়েই ফিরেছেন কাজে। কিন্তু ভক্তদের লক্ষ্যে ছিল রাহা। কবে এই স্টারকিডের দেখা মিলবে?

আলিয়া ভাট ও রণবীর কাপুর স্থির করেছিলেন পাপারাৎজিদের সঙ্গে দেখা করাবেন তাঁর সন্তানকে। তেমনটা করেছিলেন ঠিকই, তবে কড়া নিরাপত্তার মধ্যে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। যদিও শর্ত মেনে কেউই আলিয়ার সন্তানের ছবি তোলেননি। তবে কতদিন আর চেপে রাখা যায়। তাই তক্কে তক্কে ছিলেন পাপারাৎজিরা। বাগে পেলেই তুলে ফেলবেন আলিয়ার সন্তানের ছবি। ঠিক তেমনটাই হল।

গাছের ফাঁক থেকে এবার একচিলতে রাহা ফ্রেমবন্দি হল। দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো। আলিয়ার কোলে করে যাচ্ছে সে। প্রসঙ্গত, সদ্য মা হওয়া এই অভিনেত্রী হাতেগুনে মাত্র কয়েক সপ্তাহের ছুটিতে ছিলেন। রাহা জন্মের আগে বা পরে, নিজেকে খুব একটা আড়াল করেননি তিনি। কাজ চালিয়ে গিয়েছে পুরো দমে। শরীরচর্চাতেও থাকেনি কোনও খামতি। প্রতিদিন নিয়ম করে যোগা করতেন বাড়িতে। খানিক সুস্থ হতেই বেরিয়ে পড়েছে বাইরে। আলিয়ার এই স্পোর্টিং মনোবল দেখে প্রশংসা করছে নেটপাড়া। আগামী ছবির স্ক্রিপ্ট রিডিং নিয়ে ব্যস্ত এখন তিনি।

Next Article