Raj Kundra: ‘ভারতে কেবল সেক্স আর শাহরুখই বিক্রি হয়’, রাজের মন্তব্যে কটাক্ষের বন্যা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 19, 2023 | 2:17 PM

Raj Kundra: শিল্পা শেট্টির স্বামী রাতারাতি বিতর্কের কেন্দ্রে নাম লিখিয়েছিলেন। তবে থেকে মুখে মাস্ক পরেই বেরতে দেখা যায় রাজ কুন্দ্রাকে। বহুদিন এই সেলেবের মুখ ভক্তরা দেখেননি। তবে এবার নিজের ছবির প্রচারে যখন হাজির হলেন রাজ, তখন খনিকের জন্য মুখে ফেললেন নিজের মুখের মাস্ক।

Raj Kundra: ভারতে কেবল সেক্স আর শাহরুখই বিক্রি হয়, রাজের মন্তব্যে কটাক্ষের বন্যা

Follow Us

ভারতের বক্স অফিস যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মরিয়া, ঠিক সেই সময়ই সোনার কাঠিস্পর্শ করেছিয়েছিলেন শাহরুখ খান। কামব্যাক কারোর এমনও হয়! একবার নয়, পর পর দুটো ছবিতে তিনি অনায়াসে ছুঁয়ে ফেললেন ১০০০ কোটির মাত্রা। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা বর্তমান। তবে এবার সেই প্রসঙ্গে রাজ কুন্দ্রা যেভাবে মন্তব্য করলেন তা এক কথায় বলতে গেলে শাহরুখ ভক্করা মোটেও মেনে নিতে পারলেন না। পর্ন কাণ্ডে নাম জড়িয়েছিল রাজ কুন্দ্রার। শিল্পা শেট্টির স্বামী রাতারাতি বিতর্কের কেন্দ্রে নাম লিখিয়েছিলেন। তবে থেকে মুখে মাস্ক পরেই বেরতে দেখা যায় রাজ কুন্দ্রাকে। বহুদিন এই সেলেবের মুখ ভক্তরা দেখেননি। তবে এবার নিজের ছবির প্রচারে যখন হাজির হলেন রাজ, তখন খনিকের জন্য মুখে ফেললেন নিজের মুখের মাস্ক।

এতদূর সবটাই ঠিক ছিল। এরপর ছবি প্রসঙ্গে মুখ খুলে তিনি জানান, ‘ভারতে কেবল দুটো জিনিসই বিক্রি হয়, শাহরুখ খান আর সেক্স।’ রাজ কুন্দ্রার এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে যায়। কেউ লিখলেন তিনি মাস্কেই ভাল ছিলেন। কেউ বললেন ‘এ সব কী বলছেন?’ কেউ আবার লিখলেন ‘শাহরুখের নাম নিলেই হেটার কমে যায়, ট্রিকটা বেশ ভাল’। আবার কেউ লিখলেন, ‘আপনি আমেরিকায় ফিরে যান, ভারতীয়রা ভাল কাজ পছন্দ করেন, পর্ন নয়’। যদিও ট্রোলের এখন রাজ কুন্দ্রার নিত্য সঙ্গী হয়ে গিয়েছে। তিনি এই প্রসঙ্গে তাই খুব একটা মন্তব্য করেন না। তবে তিনি অভিনয় করছেন, এটা শুরুতে ঠাট্টা করতে ছাড়েননি শিল্পা শেট্টি। রাজের কথায়, শিল্পা শুনে আমায় বলল তুমি অভিনেতা কবে থেকে হয়ে গেলে? প্রসঙ্গত অভিনেতা তাঁর আগামী ছবি U69-এর ট্রেলার মুক্তিতেই এমন মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নেন।

Next Article