মহাভারতে মশগুল প্রযোজক: ভিকি যখন ‘অশ্বত্থামা’, শাহিদ হচ্ছেন ‘কর্ণ’
মহাভারতের আরেক চরিত্র ‘অশ্বথামা’কে নিয়ে আরেকটি ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন রনি। ‘দ্য ইমর্ট্যাল অশ্বত্থামা’র পরিচালক আদিত্য ধর। ছবিতে ভিকি কৌশল ও সারা আলি খান রয়েচেন মুখ্য ভূমিকায়।
ফিল্মমেকার রাজা নিদিমোরু এবং কৃষ্ণ ডিকের পরবর্তী ওয়েব শোয়ের শুটিং চলছে গোয়ায়। মুখ্য চরিত্রে রয়েছেন শাহিদ কাপুর। মুম্বইয়ে শুটিংয়ের অংশ শেষ করে চলতি মাসের শুরুতে সমুদ্র সৈকতে শুরু হয়েছিল শুটিং। শোনা যাচ্ছে এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে শুটিং। ওয়েব শোয়ে শাহিদ ছাড়াও রয়েছেন বিজয় সেতুপথী এবং আমোল পালেকর রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচালিত মহাভারতের কর্ণে চরিত্রর উপর নির্ভর ছবির মুখ্য ভূমিকায় থাকছেন শাহিদ। সূত্রের খবর সরকারিভাবে শাহিদ এ প্রোজেক্টে নিজের সম্মতি জানিয়েছেন।
View this post on Instagram
আরও পড়ুন টলিউডে করোনার থাবা, আক্রান্ত ঋতব্রত, উপসর্গ গায়িকা পরমারও
“শাহিদের স্ক্রিপ্ট পছন্দ হয়েছে এবং কর্ণের চরিত্রে অভিনয় করার জন্য অপেক্ষায় রয়েছেন। এটি একটি পৌরাণিক ড্রামা হতে চলেছে এবং ২০২২ সালের এর প্রথম দিকে শুরু হবে ছবির শুটিং। আপাতত নির্মাতারা ২০২৩ সালে ছবি মুক্তির পরিকল্পনা করছেন। রাকেশ (পরিচালক), রনি স্ক্রুওয়ালা (প্রযোজক) এবং শাহিদ বেশ বড় মাপে ছবিটির শুটিংয়ের কথা ভেবেছেন। পরের বছর ছবির শুটিং শুরু করার আগে প্রচুর প্রস্তুতিও নিতে চলেছেন তাঁরা। শাহিদ তাঁর চরিত্রের জন্য শারীরিকভাবে কঠোর পরিশ্রমও করতে চলেছেন।” সূত্রের খবর। ‘রং দে বসন্তী’ এবং ‘দিল্লি-সিক্স’ এর পর প্রযোজক রনি এবং পরিচালক রাকেশ তৃতীয়বার আবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন।
View this post on Instagram
মহাভারতের আরেক চরিত্র ‘অশ্বথামা’কে নিয়ে আরেকটি ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন রনি। ‘দ্য ইমর্ট্যাল অশ্বত্থামা’র পরিচালক আদিত্য ধর। ছবিতে ভিকি কৌশল ও সারা আলি খান রয়েছেন মুখ্য ভূমিকায়।