এক নয়, দুই নয়– দশ জন নারী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন বিভিন্ন সময়ে। সেই সাজিদ খানই নাকি সলমন খান পরিচালিত ‘বিগবস’-এর মঞ্চ রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন! দেশ জুড়ে চলছে প্রতিবাদ। দিল্লি মহিলা কমিশনও ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে এর বিরুদ্ধাচারণ করে চিঠিও দিয়েছে। তবে এ সবের মধ্যেই ‘ব্যতিক্রমী’ রাখী সাওয়ান্ত। সাজিদের পাশে দাঁড়ালেন তিনি। সংবাদমাধ্যমকে সাজিদের হয়ে তাঁকে বলতে শোনা যায়, “ওঁকে বাঁচতে দাও”।
রাখী বলেন, “সাজিদ খান আমার কেউ নয়, কিন্তু মানবিকতার খাতিরে ওঁকে বাঁচতে দাও। নয়তো ওই লোকটা এবার আত্মহত্যা করে নেবে। চার বছর ধরে সাজিদ খান সাজা পাচ্ছে। দেশ থেকে এত ঘৃণা তিনি পেয়েছেন যে এবার তিনি মরেই যাবেন। চার বছর ধরে তো অনেও শাস্তিই পেলেন, এবার একটু ওকে ছেড়ে দিন”। সূত্রের কথায়, সাজিদের দিদি পরিচালক ফারহা খানই সলমনকে অনুরোধকে করেছিলেন ভাইকে তাঁর শো-য়ে জায়গা দেওয়ার জন্য। ফারহার সঙ্গে সলমনে সুমধুর সম্পর্ক। তাই কিছুতেই ফারহাকে না বলতে পারেননি ভাইজান। কিন্তু সাজিদকে নেওয়ার পর থেকে যে হারে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ হয়ে চলেছে তা যে শো’র টিআরপির পক্ষে একেবারেই ভাল নয়, তা জানেন সলমন নিজেই। আর সেই কারণেই সাম্প্রতিক সূত্র বলছে, সাজিদকে ছাড়াই নাকি শো এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন ভাইজান।
শো’র প্রথম দিনে আলাপ পর্ব সারার সময় সাজিদ দাবি করেন, তাঁর নামে যা যা রটেছে সে সব ‘মিথ্যে অভিযোগ’ ভুল প্রমাণ করতেই নাকি বিগবসে আগমন তাঁর। নেটিজেনদের প্রিয় শেহনাজ গিলও সাজিদের পাশে দাঁড়ান। প্রিয় ‘সাজিদ ভাই’কে শুভেচ্ছা জানাতেও দেখা যায় তাঁকে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনদের একটা বড় অংশ। সাজিদের বিরুদ্ধে ক্ষোভ তো জমা হয়ই পাশাপাশি ‘যৌন শিকারি’র পাশে দাঁড়ানোর জন্য নিন্দার মুখে পড়তে হয় শেহনাজ ও সলমনকেও। এবার সেই তালিকায় যোগ হল রাখীরও নাম। সাজিদের এই ভাবে পাশে থাকা ভাল ভাবে নেননি রাখীর ভক্তরাও।