বলিউডের কন্ট্রোভার্সি কুইন। রাখি সাওন্তকে এই বিশেষণে ডাকতে পছন্দ করেন অধিকাংশ দর্শক। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি কেরিয়ার তৈরি করুন, এতে নাকি পরিবারের কারও মত ছিল না। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করার পর একের পর এক বিতর্কে যখন জড়িয়ে পরছেন রাখি, তখন নাকি তাঁর মৃত্যুকামনাও করেছিলেন তাঁর মা!
এক সাক্ষাৎকারে রাখি বলেন, “বাড়ি থেকে পালিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়া ছাড়া আমার কাছে অন্য কোনও উপায় ছিল না। এই সিদ্ধান্ত নিয়েছিলাম বলে আজ কিছু করতে পেরেছি। পরিবারের সদস্যরা আজও আমার এই কাজ মেনে নেননি। আমার কাকারা আজও মায়ের সঙ্গে কথা বলেন না। কারণ তাঁরা মনে করেন, আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম বলে তাঁদের মেয়েরাও পালাবে।”
রাখির ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করা নিয়ে আপত্তি ছিল তাঁর মায়েরও। আজ হয়তো তিনি মেয়ের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। কিন্তু প্রথম দিকে নাকি প্রবল আপত্তি করেছিলেন। মিকা সিংয়ের সঙ্গে বিতর্কে জড়ানোর পর তাঁর যৌথ পরিবার থেকে নাকি মায়ের উপর এতটাই চাপ তৈরি করা হয়েছিল তিনি রাখির মৃত্যুকামনাও করেন।
রাখির কথায়, “মিকার ঘটনাটার পর মা বলেছিল, জন্মের পরই তোর মৃত্যু হল না কেন? বাবা মাকে মারতেন, সেটা দেখেছি। আমি মাকে বলেছিলাম, ইন্ডাস্ট্রিতে আমি যেটুকু করেছি, সেটা স্ট্রাগল করে। আমি তো অমিতাভ বচ্চন বা অনিল কাপুরের মেয়ে নই। বলিউডে আসার পর কেউ কিছু করে দেয়নি। আমাকে স্বাধীনতা দাও, স্ট্রাগল করতে দাও। হাইস্কুলে যাওয়ারও সুযোগ পাইনি আমি।”
‘বিগ বস’, ‘নাচ বলিয়ে’, ‘রাখি কা স্বয়ম্বর’-এর মতো বহু রিয়ালিটি শোয়ে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছেন রাখি। তাঁর আইটেম নাচ বিখ্যাত। যেটুকু সাফল্য এসেছে, তার পিছনে রয়েছে কঠিন পরিশ্রম। এটাই আরও একবার দর্শককে মনে করিয়ে দিতে চেয়েছেন রাখি।
আরও পড়ুন, আমির-কিরণের বিচ্ছের পর সোশ্যাল মিডিয়ায় কী শেয়ার করলেন আমির কন্যা ইরা?