মাদ্রিদ চলচ্চিত্র উৎসবে জায়গা পেল রামকমলের ‘ব্রোকেন ফ্রেম’
রামকমল মুখোপাধ্যায়ের তৈরি ‘ব্রোকেন ফ্রেম’, ঋতাভরী চক্রবর্তী, রোহিত বসু অভিনীত এই ছবি Madrid ImagineIndia Film Festival-এ জায়গা করে নিল।
এতদিন লড়াই ছিল জাতীয় স্তরে। এ বার আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ছবির সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি রামকমল মুখোপাধ্যায়ের তৈরি ‘ব্রোকেন ফ্রেম’। ঋতাভরী চক্রবর্তী, রোহিত বসু অভিনীত এই ছবি Madrid ImagineIndia Film Festival-এ জায়গা করে নিল।
এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিরেক্টর কাজী আবদুর রহিম বললেন, “রামকমল খুব ভাল কাজ করেছেন। মধুরা পালিত অসাধারণ কিছু শট নিয়েছেন। ঋতাভরীর পারফরম্যান্সও ভাল। Imagineindia IFF Madrid 2021-এ কম্পিটিটিভ সেকশনে দেখানো হবে এই ছবি।”
রামকমলের কথায়, “আমাদের সিনেমা যে বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করতে পারছে, সেটা ভাল লাগছে। বিশ্বের দরবারে পরিচালক হিসেবে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পেরে ভাল লাগছে।”
‘ব্রোকেন ফ্রেম’ রামকমলের চতুর্থ ছবি। তাঁর ‘কেকওয়াক’, ‘সিজনস গ্রিটিংস’ এবং ‘রিক্সাওয়ালা’ তিনটে ছবিই বিভিন্ন ফেস্টিভ্যালে ঘুরেছে। পুরস্কারও পেয়েছে। এষা দেওল, সেলিনা জেটলির পর ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে ‘ব্রোকেন ফ্রেম’-এর কাজ শেষ করেছেন। রামকমলের নিজের লেখা বই ‘লং আইল্যান্ড আইসড টি’ থেকে একটি গল্প নিয়েই তিনি এই ছবিটা তৈরি হয়েছে। মূলত এটি বিয়ের গল্প।
ছবির সাফল্যে খুশি ঋতাভরী। তিনি শেয়ার করলেন, “মাদ্রিদ অত্যন্ত সম্মানজনক একটি চলচ্চিত্র উৎসব। সেখানে আমাদের ছবি বিশ্বের নানা প্রান্তের ছবির সঙ্গে প্রতিযোগিতা করবে, এটা দারুণ বিষয়। দাদা (রামকমল) এমন একটা ছবি তৈরি করেছেন, প্রত্যেক নারী, পুরুষ এর সঙ্গে একান্ত হতে পারবে। আমি একটা ভাঙা পরিবার থেকে এসেছি। মাকে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে দেখেছি। এখানে মৌসুমি চরিত্রে অভিনয় করতে গিয়ে মনে হয়েছে, আমার মাও একই ইমোশনের মধ্যে দিয়ে গিয়েছেন।”
অরিত্র দাস, সর্বাণী মুখোপাধ্যায়, গৌরব দাগা এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন। নিঃসন্দেহে এই সাফল্যে খুশি গোটা টিম।
আরও পড়ুন, বাড়িতে থেকেই শুটিং, মগজ ধোলাই হওয়া এক মানুষের গল্প ‘পেয়াদা’