মুম্বই-দিল্লি নয় একেবারে স্পেনে ‘বদতমিজ দিল’-এ নাচবেন রণবীর-শ্রদ্ধা!

Ranbir Kapoor and Shraddha Kapoor: লাভ রঞ্জন পরিচালিত ছবিতে ডিম্পল কাপাডিয়া এবং বনি কাপুর রণবীর কাপুরের বাবা-মার চরিত্রে অভিনয় করছেন।

মুম্বই-দিল্লি নয় একেবারে স্পেনে ‘বদতমিজ দিল’-এ নাচবেন রণবীর-শ্রদ্ধা!
রণবীর-শ্রদ্ধা।

| Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 16, 2021 | 4:01 PM

অভিনেতা রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর দিল্লিতে পরিচালক লাভ রঞ্জনের পরের ছবির শুটিং ফের শুরু করেছেন। চলতি বছরের শুরুর দিকে এই ছবির শুটিং শুরু হয়েছিল নয়ডায়। ঠিক ছিল পরবর্তী শিডিউলটি জুনে শুরু হবে তবে মহামারীর দ্বিতীয় ওয়েভের কারণে তা বিলম্ব হয়।

 

এক দৈনিকে প্রকাশিত খবর অনুসারে, নির্মাতা এবং কাস্ট তাঁদের পরবর্তী গন্তব্যের জন্য পরিকল্পনা শুরু করেছেন পাশপাশি ১৬ জুলাই থেকে ২০ দিনের শিডিউলও শুরু করেছে। গোটা টিম সেপ্টেম্বর মাসে ইউরোপে রওনা দেওয়ার আগে দিল্লি এবং মুম্বইতে একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ অংশের শুটিংয়ের ভাবনায় রয়েছে। ভ্রমণে যে সীমাবদ্ধতা রয়েছে তার উপর নির্ভর করে স্পেনে গানের অংশগুলির শুটিং করার কথা ভাবছে টিম।

 

ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি। তবে, ফিল্মে সংগীত রচনা করছেন প্রীতম। তিনি প্রকাশ করেছেন যে বিদেশে দু’টি রোমান্টিক গানের শুটিং করার পরিকল্পনা করেছেন। গানগুলো ‘ইয়ে জাওয়ানি হ্যাঁয় দিওয়ানি’ ছবির ‘বদতমিজ দিল’-এর মতো রোম্যান্টিক ট্র্যাকের মতো হতে চলেছে। লাভ রঞ্জন পরিচালিত ছবিতে ডিম্পল কাপাডিয়া এবং বনি কাপুর রণবীর কাপুরের বাবা-মার চরিত্রে অভিনয় করছেন।

 

আরও পড়ুন দেখুন গ্যালারি: ৭ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড যা গড়েছে বলিউড! পর্ব-২