Alia-Ranbir: আলিয়ার সঙ্গে দুর্ব্যবহারের ভিডিয়ো ফাঁস! বাস্তবেও ‘অত্যাচারী’ রণবীর!
Alia-Ranbir: 'অ্যানিম্যাল' ছবিতে রণবীর কাপুরকে দেখে শিউরে উঠেছেন বারংবার? কোথায় সেই চকোলেট বয় ইমেজ? রণবীরের রূপ দেখে ভয় পেয়েছেন তো? স্ত্রীর সঙ্গে আচরণ, তঞ্চকতা... এই সব মিলিয়ে মনে মনে একরাশ বিরক্তি জন্মেছে তাঁর উপর? বাস্তবে তিনি ঠিক কেমন?

‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরকে দেখে শিউরে উঠেছেন বারংবার? কোথায় সেই চকোলেট বয় ইমেজ? রণবীরের রূপ দেখে ভয় পেয়েছেন তো? স্ত্রীর সঙ্গে আচরণ, তঞ্চকতা… এই সব মিলিয়ে মনে মনে একরাশ বিরক্তি জন্মেছে তাঁর উপর? বাস্তবে তিনি ঠিক কেমন? এ নিয়ে যখন সকলের মনে প্রশ্ন, তখন ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে রণবীরের চুল ঠিক করতে দিতে গিয়েই বিপত্তি হয়েছিল আলিয়ার; গোটা ঘটনাটি রণবীর তো ভালভাবে নেনইনি। বরং বেশ রেগেই যান তাঁর উপর। হাত সরিয়ে নেন… সকলের সামনেই রীতিমতো খারাপ ব্যবহার করতে দেখা যায় তাঁকে।
শুধু তাই নয়, এক ভক্ত সেলফি নিতে এসেছিলেন। রণবীর হঠাৎ করেই তাঁর ফোন কেড়ে নিয়ে তা ছুড়ে ফেলে দেন। এমনকি সকলের সামনে প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফকে নিয়ে এমন কিছু কথা তিনি বলেন যা শুনে ক্যাটরিনাও রেগে যান মারাত্মক। রণবীরকে জিজ্ঞাসা করেই বসেন, ‘মদ খেয়ে এসেছ’? এর পরেই নেটিজেনদের একটা বড় অংশের ধারণা বাস্তবেও রণবিজয় সিংয়ের সঙ্গে বেজায় মিল রয়েছে তাঁর।
যদিও আলিয়া মোটেও এই ধারণার সঙ্গে একমত নন। রণবীরকে বিয়ে করে তিনি বেজায় খুশি। তাঁদের এক সন্তান রয়েছে, নাম রাহা। কিছু দিন আগেই এক বছর পূর্ণ করল সে। এখন তাঁদের ভরা সংসার।





