Animal Movie: ‘অ্যানিম্যাল’ মুক্তি পেতেই বিপদ, শত প্রতিবাদের ঠেকানো গেল না…

Bollywood Gossip: একাধিক নিয়মও জারি করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল, ছবির কোনও কপি ছবি লিক হয়ে যায়, তবে তা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানিয়ে দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লেখা লেখিও কম হচ্ছে না। 

Animal Movie: 'অ্যানিম্যাল' মুক্তি পেতেই বিপদ, শত প্রতিবাদের ঠেকানো গেল না...
রণবীর কাপুর।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 7:30 PM

শুক্রবার, ১ ডিসেম্বর মুক্তি পেল অ্যানিম্যাল ছবি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা এখন তুঙ্গে। রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানার এই ছবির রিভিউ ভরে গিয়েছে। কেউ বলছেন ভাল, কেউ আবার বেশ কিছু অংশের উল্লেখ করে তা কটাক্ষ করছে। অ্যানিম্যাল ছবি সব মিলিয়ে এখন দর্শকদের চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। সিনেপাড়ার অনুমান এই ছবি বেশ ভাল পরিমাণ অর্থ লাভ করতে চলেছে। কিন্তু ছবি মুক্তি পেতেই ঘটে গেল বিপত্তি। মুক্তির দিনই তা অনলাইনে লিক হয়ে গেল। সকলের হাতে হাতে ছড়িয়ে পড়ল তা, এতেই আবারও চিন্তার ভাঁজ ছবি নির্মাতাদের কপালে। শাহরুখ খানের পাঠান হোক কিংবা জওয়ান, তা নিয়ে একাধিক সতর্কতা মেনে চলা হয়েছে। একাধিক নিয়মও জারি করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল, ছবির কোনও কপি ছবি লিক হয়ে যায়, তবে তা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানিয়ে দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লেখা লেখিও কম হচ্ছে না।

সেলেবরাও অনেক অনুরোধ করছেন, ছবির ডুপ্লিকেট বা কপি বেরিয়ে যাওয়া মানেই মোটা অঙ্কের টাকা ক্ষতি। কারণ ছবি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার প্রবণতা তখন কমে যায়। দর্শক টানতে যেখানে মরিয়া বিভিন্ন সুপারস্টার থেকে শুরু করে প্রযোজনা সংস্থা, অনেক বেশি সতর্ক থাকতে বলা হচ্ছে সিঙ্গল স্ক্রিনকে, সেখানে দাঁড়িয়ে এবার রণবীর কাপুরের ছবি মুক্তির দিনই ভাইরাল হয়ে গেল। শত অনুরোধও কাজ করছেন না এক্ষেত্রে। তবে এই জিনিস যদি বন্ধ না হয়, তবে প্রতিটা ছবি মুক্তির ক্ষেত্রে তা বিপদজনক। ছবির আয়ে তা বিস্তর প্রভাব ফেলে। রণবীরের ছবিও মুক্তির দিন সেই তালিকায় নাম লিখিয়ে ফেলল।