Animal: মুক্তির আগে সেন্সরের কোপ, ‘অ্যানিম্যাল’ থেকে বাদ পড়ছে রণবীর-রশ্মিকা রোম্যান্স
Ranbir Kapoor: রণবীর কাপুরের সঙ্গে রশ্মিকার জুটি ইতিমধ্যেই প্রশংসিত। পাশাপাশি রণবীর কাপুরের বাবার ভূমিকাতে অনিল কাপুরও বেশ নজর কেড়েছেন ছবির ট্রেলারে। অন্যদিকে শোনা যাচ্ছে ছবির ভিলেন ববি দেওলও এক কথায় কামব্যাক করতে চলেছেন এই ছবির মধ্যে দিয়ে। কিন্তু সেন্সর বোর্ডে গিয়ে ছবি কোথাও যেন একটু হোঁচট খেয়ে গিয়েছে।

১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের আগামী ছবি অ্যানিম্যাল। তার আগেই বিপত্তিতে ছবি। প্রায় সাড়ে তিনঘণ্টার এই ছবি এখন তাই সকলের নজরেরে কেন্দ্রে জায়গা করে নিয়েছে। ছবির ট্রেলার থেকে শুরু করে ছবির গান, দর্শক দরবারে বেশ প্রশংসিত। তবে এবার কোথাও গিয়ে যেন বেজায় বেগ পেতে হচ্ছে ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভার্গাকে। কারণ একটাই। শেষ মুহূর্তে একাধিক বদলের মুখোমুখি এই ছবি। ছবি থেকে বেশ কিছু শব্দ এবার পাল্টে ফেলার নির্দেশ দেওয়া হল সন্দীপ রেড্ডি ভার্গাকে। যার মধ্যে অন্যতম হল ব্ল্যাক, কস্টিউম প্রভৃতি। ব্ল্যাক শব্দের সঙ্গে কী সমস্যা তার কোনও উল্লেখ রইল না।
রণবীর কাপুরের সঙ্গে রশ্মিকার জুটি ইতিমধ্যেই প্রশংসিত। পাশাপাশি রণবীর কাপুরের বাবার ভূমিকাতে অনিল কাপুরও বেশ নজর কেড়েছেন ছবির ট্রেলারে। অন্যদিকে শোনা যাচ্ছে ছবির ভিলেন ববি দেওলও এক কথায় কামব্যাক করতে চলেছেন এই ছবির মধ্যে দিয়ে। কিন্তু সেন্সর বোর্ডে গিয়ে ছবি কোথাও যেন একটু হোঁচট খেয়ে গিয়েছে। যা নিয়ে রীতিমত শোরগোল তুঙ্গে। সেন্সর বোর্ড থেকে এই ছবিকে পারিবারিক ছবির তকমা দেওয়া হয়নি। ছবি পেয়েছে A ট্যাগ।
অন্যদিকে কস্টিউম বলে যে শব্দ তা নাকি পাল্টে করতে হবে বস্ত্র। এছাড়াও কাভি নেহি, কেয়া বোল রাহে হো আপ প্রভৃতি নাকি পাল্টে ফেলতে হবে। পাশাপাশি একটি অংশে থাকা নাটক শব্দটাকেও নাকি মিউট করে দিতে হবে। এখানেই শেষ নয়, পাশাপাশি শোনা যাচ্ছে ছবি রশ্মিকা ও রণবীরের ঘনিষ্ঠ দৃশ্যের বেশি কিছুটা অংশ নাকি মুছে ফেলতে হবে। ফলে ভক্তদের বেজায় মন খারাপ। অনেকেই রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানার ছবি ক্ষেত্রে তাঁদের রোম্যান্সের জন্যই ছিলেন আশাবাদী। তবে কোথাও গিয়ে যেন এক্ষেত্রে বেশ কিছুটা নিরাশ হতে হবে দর্শকদের।





