৫ অক্টোবর মেলে প্রাথমিক খবর। বেটিং-অ্যাপ কেলেঙ্কারি কাণ্ডে তাঁকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। মহাদেব বেটিং কেলেঙ্কারি মামলার তদন্তের জেরেই নাকি এই ডাক। কথা ছিল ৬ অক্টোবর তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে হবে। প্রাথমিক সূত্রে মেলা খবর অনুযায়ী এই বেটিং-এপের মুখ ছিলেন রণবীর কাপুর। আর সেই সূত্রেই নাকি এবার তাঁকে জেরার মুখে পড়তে হবে। এখানেই শেষ নয়, উপরন্ত শোনা গিয়েছিল যে তিনি নাকি এই অ্যাপের মালিকের সঙ্গেও বেশ ঘনিষ্ঠ ছিলেন। কারণ তাঁর বিয়ের অনুষ্ঠানেও নাকি রণবীর কাপুরকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। সেই কারণেই এবার নজরে কাপুর পুত্র।
তবে রাত পোহাতেই নাকি মিলছে অন্য খবরয জেরা নয়, ইডির দফতরে তাঁকে ডেকে পাঠান হয়েছে এই পুরো বিষয়টা ভাল করে বোঝার জন্য। যেহেতু রণবীর কাপুর এই অ্যাপের সঙ্গে জড়িত, তাই তিনি অনেকটাই এই অ্যাপ সম্পর্কে হয়তো জানেন। যা তদন্তে ইডি আধিকারিকদের সাহায্য করতে পারে। সেই সূত্রেই রণবীর কাপুরকে ডেকে পাঠান হয়েছে। সূত্রে মেলা খবর অনুযায়ী, এদিন রণবীরের থেকে অ্যাপের বিষয় জানা হবে, কীভাবে আয় হয়, সেই টাকার উৎস কী, সমস্তটাই রণবীরের সঙ্গে কথা বলে একটা ধারণা তৈরি করতে চান আধিকারিকরা। যাতে ভবিষ্যতে তাঁদের সুবিধে হয় তদন্ত এগিয়ে নিয়ে যেতে।
এক্ষেত্রে ইডিকে সাহায্যের জন্যই ডেকে পাঠান হয়েছে তাঁকে। সন্দেহভাজক হিসেবে তাঁকে ডেকে পাঠান হয়নি, বা এক্ষেত্রে তাঁকে নিয়ে ভক্তদের চিন্তারও কোনও কারণ নেই বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত, সামনেই তাঁর ছবির মুক্তি। শামশেরা ছবি সেভাবে বক্স অফিসে জায়গা করতে পারেনি। তবে ব্রহ্মাস্ত্র ছবি দিয়ে তিনি বাজিমাত করেছিলেন। এরপর মুক্তি পায় তু ঝুটি ম্যায় মক্কার ছবি। সেটাও বক্স অফিসে সেভাবে জায়গা করতে পারেনি। তাই এখন সকলেই তাঁকিয়ে রয়েছেন তাঁর আগামী ছবি অ্যানিম্যাল-এর দিকে।