Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir-Virat: বিরাট কোহলির বায়োপিকে রণবীর কাপুর, শুনে কী বললেন অভিনেতা?

Virat Kohli Biopic: কেবল খেলা নয়, খেলার মাঠের বাইরেও নিজের ক্যারিশ্মা জাহির করেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। তাঁর ফিটনেস, তাঁর স্ত্রীর প্রতি ভালবাসা--সবই আলোচনার বিষয়বস্তু। ভারতে আয়োজিত চলতি ক্রিকেট বিশ্বকাপের সময় সেই আলোচনা যেন আরও বেশি মাত্রায় হচ্ছে। অনুরাগীরা চাইছেন, বিরাটেরও বায়োপিক তৈরি হোক। ক্রিকেট তারকার জীবনকে বড় পর্দায় দেখতে চান তাঁরা।

Ranbir-Virat: বিরাট কোহলির বায়োপিকে রণবীর কাপুর, শুনে কী বললেন অভিনেতা?
রণবীর-বিরাট।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2023 | 5:32 PM

কেবল খেলা নয়, খেলার মাঠের বাইরেও নিজের ক্যারিশ্মা জাহির করেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। তাঁর ফিটনেস, তাঁর স্ত্রীর প্রতি ভালবাসা–সবই আলোচনার বিষয়বস্তু। ভারতে আয়োজিত চলতি ক্রিকেট বিশ্বকাপের সময় সেই আলোচনা যেন আরও বেশি মাত্রায় হচ্ছে। অনুরাগীরা চাইছেন, বিরাটেরও বায়োপিক তৈরি হোক। ক্রিকেট তারকার জীবনকে বড় পর্দায় দেখতে চান তাঁরা।

এদিকে বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল ম্যাচের দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিরাট কোহলি। এদিন ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় নিউ জ়িল্যান্ডের। মহম্মদ শামির দুর্দান্ত বোলিং ভারতকে জেতায় ম্যাচ। ভারত সোজা চলে যায় ফাইনালে। যা আয়োজিত হবে আহমেদাবাদে, ১৯ নভেম্বর। সেমি ফাইনালের দিন ওয়াংখেড়ের মাঠে উপস্থিত ছিলেন বলিউডের একগুচ্ছ তারকা। এসেছিলেন রণবীর কাপুরও। কিছু সময় যাবৎ গুজব, রণবীর কাপুরই নাকি বিরাট কোহলির বায়োপিকে বিরাটের চরিত্রে অভিনয় করছেন। এদিন মাঠেও তাঁকে সেই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল।

দুর্দান্ত উত্তর দিয়েছেন বিরাট। তিনি বলেছেন, “যদি বিরাট কোহলির উপরই বায়োপিক তৈরি হয়, তা হলে তাতে বিরাটেরই খেলা উচিত। বিরাটকে বহু বলিউড অভিনেতার থেকে ভাল দেখতে। তিনি খুব ফিট একজন মানুষও।”

হতেই পারে রণবীরের বলা কথাই সত্যি হল। বিরাটের স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা একজন সফলতম প্রযোজক। কে বলতে পারে, তাঁরই হয়তো বন্ধু এবং সহ-অভিনেতা রণবীরের কথা মনে ধরে গেল এবং তিনি প্রযোজনাও করলেন সেই ছবির।