Ranbir Kapoor: মদ-মাংস ছোঁবেন না, রাম হয়ে উঠতে রণবীরের একগুচ্ছ প্রতীজ্ঞা
Ramayan: এবার খবর এখানেই সীমিত নয়। শোনা যাচ্ছে বলিউডের রাম হয়ে উঠতে নাকি প্রস্তুতি নিচ্ছেন রণবীর কাপুর। নিজেকে নিজে দিয়েছেন একগুচ্ছ চ্যালেঞ্জ। তিনি নাকি মদ, মাসং ছোঁবেন না, রামের মতো নিজেকে শুদ্ধ রাখতে চান ছবি চলাকালিন, তিনি চান ততটাই পবিত্র ভিতর থেকে অনুভব করতে।

বলিউডে আসছে রামায়ণ। এই খবর গত কয়েকমাস ধরেই বলিউডের হাওয়ায় ভাসছে। পরিচালক নীতিশ তিওয়ারি এই ছবি বানাতে চলেছেন। সেখানেই শ্রী রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে। যদিও এই ছবি নিয়ে কোনও বিবৃতি এখনও দেননি অভিনেতা, তবে কোথাও গিয়ে যেন এই ছবির প্রস্তুতি তুঙ্গে থাকায় খবর চাপা থাকল না। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল ছবিতে সীতার ভূমিকায় অভিন করবেন আলিয়া ভাট। তবে আলিয়া কয়েক সপ্তাহ আগেই এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। জানিয়েছিলেন, তাঁর তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। তারপর থেকে আরও এক খবর এই ছবি ঘিরে ভাইরাল, যে অভিনেত্রী অর্থাৎ সীতার ভূমিকায় অভিনয় করতে চলেছেন দক্ষিণীস্টার সাঁই পল্লবী।
তবে এবার খবর এখানেই সীমিত নয়। শোনা যাচ্ছে বলিউডের রাম হয়ে উঠতে নাকি প্রস্তুতি নিচ্ছেন রণবীর কাপুর। নিজেকে নিজে দিয়েছেন একগুচ্ছ চ্যালেঞ্জ। তিনি নাকি মদ, মাসং ছোঁবেন না, রামের মতো নিজেকে শুদ্ধ রাখতে চান ছবি চলাকালিন, তিনি চান ততটাই পবিত্র ভিতর থেকে অনুভব করতে। আর ঠিল সেই কারণেই তিনি স্থির করেছেন মদ ও মাংস থেকে নিজেকে সরিয়ে নেবেন। এখানেই ইতি নয়, কইমই.কম সূত্রে খবর, তিনি নাকি এই শপথ নিয়েছেন, দর্শকদের নজর কাড়তে, এমনটা মোটেও সত্যি নয়। তিনি এই চরিত্রে অভিনয় করার সময় এই চরিত্রকে শ্রদ্ধা জানাতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছে। তারমানে এটাও স্পষ্ট হয়ে যায় যে এই ছবিতে অভিনয় করা কালিন তিনি কোনও রাত পার্টিতেও যাবেন না, থাকবেন না কোনও মদ্যপানের আসরেও।
তবে কবে এই ছবির শুট শুরু হবে, কবে মুক্তি পেতে চলেছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা বর্তমান। এই ছবিতে একগুচ্ছ স্টার থাকছেন, বলিউড সূত্রে খবর সকলেই নাকি এমনই বেশ কিছু নিয়ম মেনে ছবির কাজ করবেন। পাশাপাশি ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করার জন্য প্রথম প্রস্তাব পৌঁছে গিয়েছিল হৃত্বিক রোশনের কাছে। কিন্তু তিনি তা গ্রহণ না করায়, এবার শোনা যাচ্ছে রাবণের চরিত্রে অভিনয়ে থাকতে পারেন কেজিএফ স্টার যশ।





