Animal Movie: সেন্সর বোর্ডে ‘অ্যানিম্যাল’, ছাড়পত্র পেল রণবীরের আগামী ছবি?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 23, 2023 | 12:06 PM

Ranbir-Rashmika: প্রথমবার তাঁর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। এই প্রথম তিনি বলিউডে কাজ করলেন। রণবীর কাপুরের সঙ্গে তাঁর জুটি ইতিমধ্যেই প্রশংসিত। পাশাপাশি রণবীর কাপুরের বাবার ভূমিকাতে অনিল কাপুরও বেশ নজর কেড়েছেন ছবির ট্রেলারে।

Animal Movie: সেন্সর বোর্ডে অ্যানিম্যাল, ছাড়পত্র পেল রণবীরের আগামী ছবি?
রণবীর কাপুর।

Follow Us

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আগামী সপ্তাহ অর্থাৎ ১ ডিসেম্বরই মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের পরবর্তী ছবি অ্যানিম্যাল। যেখানে প্রথমবার তাঁর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। এই প্রথম তিনি বলিউডে কাজ করলেন। রণবীর কাপুরের সঙ্গে তাঁর জুটি ইতিমধ্যেই প্রশংসিত। পাশাপাশি রণবীর কাপুরের বাবার ভূমিকাতে অনিল কাপুরও বেশ নজর কেড়েছেন ছবির ট্রেলারে। অন্যদিকে শোনা যাচ্ছে ছবির ভিলেন ববি দেওলও এক কথায় কামব্যাক করতে চলেছেন এই ছবির মধ্যে দিয়ে। কিন্তু সেন্সর বোর্ডে গিয়ে ছবি কোথাও যেন একটু হোঁচট খেয়ে গেল। যা নিয়ে রীতিমত শোরগোল তুঙ্গে। সেন্সর বোর্ড থেকে এই ছবিকে পারিবারিক ছবির তকমা দেওয়া হল না। ছবি পেল A ট্যাগ।

অর্থাৎ এই ছবি প্রাপ্ত বয়স্কদের জন্য। এই ছবি নিয়ে আরও এক চমক এল সামনে। বলিউডে সম্প্রতিতে মুক্তি প্রাপ্ত ছবির মধ্যে এটা সর্বাধিক দীর্ঘ। ৩ ঘণ্টা ২১ মিনিটের এই ছবি নিয়ে এখন চর্চা তুঙ্গে। ছবির পরিচালক সন্দীপ রেড্ডি বার্গা সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন, যে ছবি প্রাপ্ত বয়ষ্কদের জন্য জানিয়ে দিয়েছে সেন্সর বোর্ড। কবীর সিং ছবির পর সন্দীপ রেড্ডির এটা দ্বিতীয় বলিউড ছবি। তাঁর প্রথম বলিউড ছবি কবীর সিং বক্স অফিসে জোয়ার এনেছিল। যে ছবির মধ্যে দিয়ে শাহিদ কাপুর সকলের নজরের কেন্দ্রে রাতারাতি জায়গা করে নিয়েছিলেন। এবার তাঁরই ফ্রেমে রণবীর কাপুর। তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি বক্স অফিসে সেভাবে জায়গা করতে পারেনি। এবার তাই চর্চার কেন্দ্রে তাঁর ও রশ্মিকা মন্দানা জুটির ছবি অ্যানিম্যাল।

Next Article