Randeep Hooda: এই মাসেই বিয়ে করছেন ৪৭-এর রণদীপ হুডা, পাত্রী কত ছোট জানেন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 05, 2023 | 5:49 PM

Randeep Hooda: আর হাতেগোনা কয়েকটা দিন। সব ঠিক থাকলে এই মাসেই বিয়ে কর‍তে চলেছেন বলিপাড়ার 'আন্ডাররেটেড' অভিনেতা রণদীপ হুডার । কে হতে চলেছেন তাঁর জীবনসঙ্গিনী? পাত্রীও কিন্তু এই গ্ল্যামার জগতেরই বাসিন্দা। নাম লিন লাইশরাম। লিন মূলত মণিপুরের বাসিন্দা।

Randeep Hooda: এই মাসেই বিয়ে করছেন ৪৭-এর রণদীপ হুডা, পাত্রী কত ছোট জানেন?
রণদীপ হুডা।

Follow Us

আর হাতেগোনা কয়েকটা দিন। সব ঠিক থাকলে এই মাসেই বিয়ে কর‍তে চলেছেন বলিপাড়ার ‘আন্ডাররেটেড’ অভিনেতা রণদীপ হুডার । কে হতে চলেছেন তাঁর জীবনসঙ্গিনী? পাত্রীও কিন্তু এই গ্ল্যামার জগতেরই বাসিন্দা। নাম লিন লাইশরাম। লিন মূলত মণিপুরের বাসিন্দা। তিনি মডেল ও একই সঙ্গে অভিনেত্রী। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে সুজয় ঘোষের ‘জানে যা’ ছবিতে। ওই ছবিতে করিনা কাপুরের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে লিনকে। রণদীপ হুডার বয়স ৪৭ বছর। ওদিকে লিনের বয়স ৩৭। দু’জনের বয়সের ফারাক প্রায় দশ বছরের।

জানা গিয়েছে, মুম্বই নয়, শহুরে ব্যস্ততা থেকে খানি দূরেই গিয়েই বিয়ে করবেন তাঁরা। তবে কোথাও বিয়ে করবেন, কবে বিয়ে করবেন– সে সব নিয়ে আপাতত স্পিকটি নট দু’জনেই। মিডিয়া-লোক জানাজানি এসব থেকে দূরে নিভৃতে বিয়ে সারতে চান লিন ও রণদীপ। কোনওদিনই নিএদের সম্পর্কের কথা স্বীকার করেননি ওঁরা। ২০২১ সালে একসঙ্গে ছবি দিয়েছিলেন ঠিকই, কিন্তু ভালবাসার কথা ছিল না তাতে। তবে প্রেম যে বাড়ছিল অগোচরে সে আভাস মিলছিল ঠিকই। অবশেষে গুঞ্জনকে সত্যি করে এক হচ্ছেন ওঁরা। ওঁদের দু’জনকে অনেক শুভেচ্ছা। ২০০১ সালে মীরা নায়ার পরিচালিত ‘মনসুন ওয়েডিং’ ছবির মাধ্যমে সিনেদুনিয়ায় পা রাখেন রণদীপ। ‘জন্নত ২’, ‘জিস্‌ম ২’, ‘হিরোইন’, ‘হাইওয়ে’, ‘মার্ডার ৩’সহ বেশ কিছু ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। তবে তাঁর কেরিয়ারে সবচেয়ে আইকনিক ছবি ‘সর্বজিৎ’। এই ছবিৎ জন্য বহু কেজি ওজন ঝরাতে হয়েছিল তাঁকে। বক্সঅফিসে ছবিটি বিশেষ সাফল্য লাভ করতে না পারলেনও সমালোচকদের বিচারে এই ছবি বেশ প্রশংসিত হয়েছিল।

 

Next Article