Rani Mukherjee: সাংবাদিক আহত, তাঁকে হাসপাতালে নিয়ে যেতে নিজের গাড়িটাই দিয়ে দিলেন রানি মুখোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 13, 2023 | 7:25 PM

Rani Mukherjee-Bollywood: ‌সহকর্মীর প্রতি তারকার এমন ব্যবহার দেখে মন ছুঁয়ে গেছে পাপারাৎজ়িদের। তাঁরা অনেকেই তাঁদের ভেরিফায়েড ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রানি মুখোপাধ্য়ায়ের সেই ভিডিয়ো, যেখানে তিনি গাড়িটি দিয়ে দিচ্ছেন সেই পাপারাৎজ়িকে চিকিৎসা করানোর জন্য।

Rani Mukherjee: সাংবাদিক আহত, তাঁকে হাসপাতালে নিয়ে যেতে নিজের গাড়িটাই দিয়ে দিলেন রানি মুখোপাধ্যায়
রানি মুখোপাধ্যায়।

Follow Us

একটি দীপাবলীর পার্টিতে যাচ্ছিলেন রানি মুখোপাধ্যায়। সেই দীপাবলীর পার্টিতে যাওয়ার সময় তাঁকে ক্যামেরাবন্দি করতে চেয়েছিলেন পাপারাৎজ়িরা। তাঁরা করছিলেনও তাই। কিন্তু ছবি তোলার সময়ই ঘটে যায় এক দুঃখের ঘটনা। রানির ছবি তুলতে গিয়ে আহত হন এক সাংবাদিক। বিষয়টি নজর এড়ায়নি রানির। একটুও সময় নষ্ট না করে তৎক্ষণাৎ তাঁকে নিজের গাড়িতে বসিয়ে নেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পূজা। এবং তাঁকে চিকিৎসা করাতে নিয়ে চলে যান। রানি মুখোপাধ্যায়ের এই ভাবভঙ্গি মন ছুঁয়ে গিয়েছে অন্যান্য পাপারাৎজ়িদের। এক পাপারাৎজি এই ঘটনার ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়।

‌সহকর্মীর প্রতি তারকার এমন ব্যবহার দেখে মন ছুঁয়ে গেছে পাপারাৎজ়িদের। তাঁরা অনেকেই তাঁদের ভেরিফায়েড ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রানি মুখোপাধ্য়ায়ের সেই ভিডিয়ো, যেখানে তিনি গাড়িটি দিয়ে দিচ্ছেন সেই পাপারাৎজ়িকে চিকিৎসা করানোর জন্য।

একা রানি নন, এই ঘটনা মনে করিয়ে দেয় শাহরুখ খানের কথাও। বছরখানেক আগে কিং খানও এরকমভাবেই নিজের গাড়ি দিয়ে দিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য। সেই সাংবাদিকও শাহরুখ খানের ছবি তুলতে এগিয়ে এসেছিলেন এবং আহত হয়েছিলেন।

‌রানি মুখোপাধ্যায়কে শেষবার দেখা গিয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র ছবিতে। এক দুর্দান্ত মায়ের চরিত্র দেখা গিয়েছিল তাঁকে। নরওয়ে সরকার কেড়ে নেয় তাঁর দুই সন্তানকে। সেই সন্তানদের ফেরত পাওয়ার কাহিনি ছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি। প্রতিবছরের মত এ বছরও মুম্বইয়ে নিজের বাড়িতে দুর্গাপুজো পালন করেছেন রানি মুখোপাধ্যায়। প্রত্যেকদিনই ছিল আয়োজন। তামাম ভারতবর্ষের নজর ছিল সেই পুজোর দিকে।

Next Article