Rani Mukherjee Puja: ‘সেলফি নাও… ঠিক আছে?’ পুজো মণ্ডপে ব্যস্ত রানির অন্য রূপ

Durga Puja: সেলিব্রিটি নয়, সাধারণ মানুষেরও আবদার রাখতে রানি মুখোপাধ্যায় এদিন ছিলেন মরিয়া। একাধিকের আবদার একটা সেলফি যদি রানি মুখোপাধ্যায়ের সঙ্গে তুলে নেওয়া যায়। এক মহিলার কন্ঠস্বর শুনতে পেয়ে নিজেই এগিয়ে আসলেন রানি মুখোপাধ্যায়।

Rani Mukherjee Puja: সেলফি নাও... ঠিক আছে? পুজো মণ্ডপে ব্যস্ত রানির অন্য রূপ

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 22, 2023 | 12:23 PM

বাংলার পাশাপাশি মহারাষ্ট্রে জমিয়ে পালন করা হয় দুর্গাপুজো। একাধিক স্টারদের পুজোয় মেতে থাকে টিনসেল টাউন। যার মধ্যে অন্যতম হল কাজল ও রানি মুখোপাধ্যায়ের পুজো। এই সময় মুম্বইতে উপস্থিত অধিকাংশ পর্যটকই একবার না একবার এই পুজোয় ঢুঁ মেরে আসেন। সেখানে পৌঁছতে না পৌঁছতেই অনায়াসে দেখা মেলে সেলেবদের। কখনও নিজের হাতে ভোগ বিতরণ করতে ব্যস্ত রানি মুখোপাধ্যায়, কখনও আবার অতিথিদের আপ্যায়ন করতে ব্যস্ত কাজল কিংবা কখনও পাকা হাতে পুজোর সমস্ত দায়িত্ব পালন করতেও দেখা যায় তাঁদের । বহু মানুষ এখানে পাত পেরে ভোগ খান। বছরের পর বছর ধরে এই পুজো মুম্বই নগরীর কাছে ভীষণ জনপ্রিয়। আর তাই প্রতিবারের মতো এবারও এই পুজো সেজে উঠলো আলোর রসনাই-তে। তারকা ঝলমলে এই পুজোর প্রতিটা মুহূর্তই ভীষণ উজ্জ্বল।

রানি মুখোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে সকলকে আহ্বান করলেন মহা সপ্তমীতে। হেমা মালিনী এষা দেওয়ালকে মাতৃ প্রতিমার সামনে নিয়ে গিয়ে দেবী দর্শন করিয়ে তাঁদের সঙ্গে তুললেন ছবি। সেলিব্রিটি নয়, সাধারণ মানুষেরও আবদার রাখতে রানি মুখোপাধ্যায় এদিন ছিলেন মরিয়া। একাধিকের আবদার একটা সেলফি যদি রানি মুখোপাধ্যায়ের সঙ্গে তুলে নেওয়া যায়। এক মহিলার কন্ঠস্বর শুনতে পেয়ে নিজেই এগিয়ে আসলেন রানি মুখোপাধ্যায়। কিছুটা ঝুঁকে গিয়ে বললেন ‘সেলফি নাও… ঠিক আছে?’। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। যেখানে রানির প্রশংসায় পঞ্চ মুখ নেটদুনিয়া। সেলিব্রেটি পুজো মানেই যে সেখানে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলে সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখা, এমনটা নয়। বরং অতিথিদের এখানে যেভাবে আপ্যায়ন করার ছবি বছর পর বছর ধরা পড়ে, তা এক কথায় প্রশংসনীয়। রানি মুখোপাধ্যায় প্রতিটা দিনই শাড়িতে, হাতে শাখা পলায় সেজে ওঠেন। এবারও সেই একই রূপে দেখা গেল তাঁকে। পুজোর ব্যস্ততার মাঝে সকলের আবদার অনুরোধ রাখতে মরিয়া অভিনেত্রী।