Ranveer-Deepika: আর চাপা থাকল না সুখবর, দীপিকা-রণবীরের জীবনে এবার নতুন অধ্যায়

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 12, 2023 | 2:18 PM

Good News: বাজিরাও মস্তানি জুটি এখন তাঁদের স্বপ্নের বাড়ি নিয়ে কাজ করছেন। বাড়ির নির্মাণের কাজ চলছে পুরো দমে। পরিবারের সকলকে নিয়েই এই বাড়িতে থাকবেন জুটি।

Ranveer-Deepika: আর চাপা থাকল না সুখবর, দীপিকা-রণবীরের জীবনে এবার নতুন অধ্যায়

Follow Us

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন, দুই স্টারই এক কথায় বলতে গেলে নিজেদের দাপটে বলিউডে জায়গা করে নিয়েছেন। একের পর এক ভাল কাজে নিজেদের প্রমাণ করেছেন তাঁরা। একগুচ্ছ হিট ছবি তাঁদের ঝুলিতে। পাঁচ বছরের সংসার জীবনে দিব্যি আছেন তাঁরা। তবে পরিবার নিয়ে এবার নতুন সিদ্ধান্ত নিলেন জুটি। পাল্টে ফেলছেন পুরোনো বাড়ি। এবার নতুন বিলাসবহুল বাড়ির মালিক হতে চলেছেন তাঁরা। আর প্রতিবেশী হলেন শাহরুখ খান। ঠিকই পড়েছেন, এবার শাহরুখ খানের পাশে বাড়িতেই থাকতে চলেছেন রণবীর-দীপিকা। বাজিরাও মস্তানি জুটি এখন তাঁদের স্বপ্নের বাড়ি নিয়ে কাজ করছেন। বাড়ির নির্মাণের কাজ চলছে পুরো দমে। পরিবারের সকলকে নিয়েই এই বাড়িতে থাকবেন জুটি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই প্লটের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দীপিকাকে চেনা হেলেও রণবীর সিংকে চেনা যাচ্ছে না। কারণ একটাই তিনি যেভাবে তাঁর হেয়ার স্টাইল করেছেন, তা এক কথায় বলতে গেলে ভাইরাল। মন্নতের পাশেই তৈরি হচ্ছে দীপবীরের এই নতুন প্রাসাদ। কানাঘুষো শোনা যাচ্ছে এই বাড়ির দাম নাকি ১১৯ কোটি টাকা। বড় এই অ্যাপার্টমেন্টে ১৬ থেকে ১৯ তলা তাঁরা বুক করেছেন। আলিবাগের এই জুটির এক বিলাস বহুল বাড়ি রয়েছে।

প্রসঙ্গত, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং-এর মধ্যে সম্পর্কের সমীকরণ ঠিক কতটা গভীর, তার প্রমাণ বারবার মিলেছে। প্রেমে আঘাত পেয়ে দীপিকা যখন একপ্রকার নিজেকে সব জায়গা থেকে সরিয়ে নিতে মরিয়া, ঠিক সেই সময়ই তাঁর হাতটা শক্ত করে ধরতে চেয়েছিলেন রণবীর সিং। টানা দু’বছরের চেষ্টায় মন জয় করেছিলেন অভিনেত্রীর। রণবীরকে নিয়ে মুখ খুলতে গিয়ে দীপিকা নিজেই জানিয়েছিলেন, প্রতিটা মুহূর্তই তাঁর কাছে বিশেষ। রণবীর জানেন কীভাবে একজনকে সম্মান দিতে হয়, আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে হয়। ২০১৮ সাল, গাঁটছড়া বেঁধেছিলেন এই জুটি। সে দিন থেকে সুখী দাম্পত্যের সংজ্ঞা হয়েই রয়েছেন তাঁরা। একের পর এক সাফল্যের সম্মুখীন হয়েছেন তাঁরা জুটিতেই। বলিউডের অন্যতম পাওয়ার কপিলের জীবনে এবার আরও এক স্বপ্নপূরণের পালা।

Next Article