Ranveer Singh Photoshoot: নগ্ন হয়ে বিপাকে রণবীর সিং, অভিনেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলেন কারা?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 25, 2022 | 8:47 PM

Ranveer Singh: রণবীরের ছবি পোস্টের পরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মিমি চক্রবর্তী। তিনি প্রশ্ন তুলেছিলেন, রণবীরের জায়গায় যদি কোনও অভিনেত্রী ফটোশুট করতেন তাহলেও কি এরকম প্রশংসা কুড়োতেন নাকি তাঁকে 'স্লাটশেম' করা হত?

Ranveer Singh Photoshoot: নগ্ন হয়ে বিপাকে রণবীর সিং, অভিনেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলেন কারা?
রণবীর সিং।

Follow Us

সোশ্যাল মিডিয়ায় নিজের নগ্ন ছবি পোস্ট করে নেট মাধ্যমে আগুন ধরিয়ে দিয়েছিলেন রণবীর সিং। গত সপ্তাহে এমন ঘটনাই তিনি ঘটিয়েছেন। তারপর থেকে রণবীর সিংকে নিয়ে কম আলোচনা হচ্ছে না। সম্পূর্ণ নগ্ন করে ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। অনুরাগীদের সংখ্যা হুহু করে বেড়ে গিয়েছে তারপর থেকে। রণবীরের ভাগ্যে বেশির ভাগই জুটেছে প্রশংসা। নিন্দুকেরাও কথা বলেছেন। কিন্তু প্রশংসার ভিড়ে হারিয়েছে সেটাও। রণবীরকে নিয়ে তৈরি হয়েছে মিমের পাহাড়ও। কিন্তু এবার সমস্যায় পড়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে একটি সংস্থা। তাদের বক্তব্য, মহিলাদের ভাবাবেগে আঘাত করেছেন রণবীর। ইন্ডিয়া টুডে-এর রিপোর্ট অনুযায়ী মুম্বই পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে।

রণবীরের ছবি পোস্টের পরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মিমি চক্রবর্তী। তিনি প্রশ্ন তুলেছিলেন, রণবীরের জায়গায় যদি কোনও অভিনেত্রী ফটোশুট করতেন তাহলেও কি এরকম প্রশংসা কুড়োতেন নাকি তাঁকে ‘স্লাটশেম’ করা হত?

মিমি তাঁর পোস্টে লিখেছিলেন, “…রণবীরের জায়গায় কোনও অভিনেত্রী হলেও কি আপনারা এতখানি প্রশংসা করতেন? নাকি আপনারা তাঁর বাড়ি জ্বালিয়ে দিতেন, তাঁর বিরুদ্ধে মিছিল করতেন? আমরা তো সমতার কথা বলি… এখন কোথায় সেটা?”

অন্যদিকে আলিয়া ভাট, স্বরা ভাস্কর, রাখি সাওয়ান্ত, অর্জুন কাপুররা খোলাখুলি বাহবা জানিয়েছেন রণবীরকে। অভিনেতার স্ত্রী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তাঁর স্বামীর প্রকাশ্যে নগ্ন হওয়াকে বাহবা জানিয়েছেন। বলেছেন, তিনি রণবীরের জন্য গর্বিত। বহু বছর আগে একটি নগ্ন ফটোশুট করেছিলেন অভিনেতা বার্ট রেনল্ডস। তাঁকেই রণবীর উৎসর্গ করেছেন এই ফটোশুট।

Next Article