Ranveer Singh: প্রেমপত্রে নাজেহাল রণবীর, রকি-কে মন দিল শত-শত মেয়ে

Inside Story: ছবি ভারতের বুকে ইতিমধ্যেই ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে। বিশ্বের দরবারে তা ২০০ কোটিতে পৌঁছিয়েছে। বর্তমানে ছবি নিয়ে যদিও কাটছে না দুশ্চিন্তা।

Ranveer Singh: প্রেমপত্রে নাজেহাল রণবীর, রকি-কে মন দিল শত-শত মেয়ে

| Edited By: জয়িতা চন্দ্র

Aug 09, 2023 | 10:03 AM

সদ্য মুক্তি পেয়েছে রকি অউর রানি কি প্রেম কহানি। ঝড়ের গতিতে ভাইরাল এই ছবির প্রতিটা খবর। রণবীর সিং ছবিতে পঞ্জাবী পরিবারের ছেলের ভূমিকায় অভিনয় করেছেন। যাঁর সমাজ দর্শক নিয়ে থাকা একাধিক ভ্রান্ত ধারণা ভাঙতে ভাঙতে যায় আলিয়া ও তাঁর পরিবার। ফলে রকি চরিত্রের জন্য মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন রণবীর সিং। কেউ কেউ মাচো ম্যান রকিকে দিয়েছেন মন, কেউ আবার কড়া ভাষায় কটাক্ষ করেছেন রণবীরকে। তবে এই ছবি করে সব থেকে বড় প্রাপ্তি কী? সম্প্রতি সোশ্যাল মিডিয়া #Askmenaything-এ এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, এই ছবি করে সব থেকে সুন্দর মুহূর্ত কী তৈরি হয়েছে? উত্তরে তিনি জানান, রকি চরিত্রের জন্য তিনি প্রচুর ভালবাসা পাচ্ছেন। যবে থেকে এই ছবি মুক্তি পেয়েছে, তবে থেকে একের পর এক প্রেমপত্র পেয়েছেন রণবীর সিং। যা দেখে তিনি আপ্লুত।

ছবি ভারতের বুকে ইতিমধ্যেই ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে। বিশ্বের দরবারে তা ২০০ কোটিতে পৌঁছিয়েছে। বর্তমানে ছবি নিয়ে যদিও কাটছে না দুশ্চিন্তা। কারণ ছবির নির্মাণ খবর ১৬০ কোটি টাকা। অথচ আর মাত্র একদিনের ব্যবধানে মুক্তি পাচ্ছে OMG 2 ও গদর ২, দুই ছবি নিয়েই আশাবাদী বক্স অফিস। ফলে রকি অউর রানি কি ছবির আয় যে আরও কমবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে করণ জোহক পরিচালিত ছবি নিয়ে এখন দর্শক মনে উত্তেজনা থাকলেও ছবি যে সেভাবে লাভের মুখ দেখবে না, সেই সমীকরণ এতদিনে স্পষ্ট হয়ে গিয়েছে।