৫৮-তম জন্মদিনে এবার গালা সেলিব্রেশনে গা ভাসালেন অভিনেতা শাহরুখ খান। বলিউড বাদশার জন্মদিনের পার্টি ঠিক যেমনটা হওয়া উচিত, ততটাই সুন্দর ছিল এদিনের আয়োজন। অতিথির তালিকা থেকে বাদ পড়েননি কেউই। বিভিন্ন সেলেবদের সোশ্যাল মিডিয়ায় তার ঝলক গত দুদিনে লক্ষ্য করা গিয়েছে। এই পার্টি থেকে উঠে এসেছে আবার বহু খবর, কেউ আলোচনাক কেন্দ্রে তুলে ধরেছেন মহেন্দ্র সিং ধোনি ও দীপিকা পাড়ুকোনের উপস্থিতি, কেউ আবার সলমন খানের মুখ লুকোনের পিছনে আসল কারণ খুঁজতে হয়ে পড়লেন মরিয়া। তবে এ সবের মাঝে সব থেকে বেশি চর্চার কেন্দ্রে যিনি জায়গা করে নিয়েছিলেন তিনি হলেন রণবীর সিং। কারণ তিনি কেবল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না, সঙ্গে তিনি পাল্লা দিয়ে এদিন ডিজের ভুমিকা পালন করেছেন।
অর্থাৎ পার্টিতে প্রাণ সঞ্চার করতে সকলের পছন্দের গান একের পর এক চালিয়ে সকলকে তাক লাগিয়েছেন তিনি। এভাবেই শাহরুখ খানের জন্মদিনের বিশেষ পার্টি অনেক বেশি প্রাণবন্ত হয়ে ওঠে বলেই এক শ্রেণির দাবি। এখানে কেবল ডিজেই নয়, সঙ্গে ছিল বিশেষ চমক। এরই মাঝে স্ত্রী দীপিকা পাড়ুকোনের জন্য বিশেষ গান বাজালেন রণবীর সিং। এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাদা পোশাকে চোখে চশমা, রণবীরকে দেখে যেন মন দিলেন সকলেই।
পোজ় দিয়ে তুললেন একাধিক ছবিও। শাহরুখ খান এই প্রথম তাঁর জন্মদিনে এতবড় পার্টির আয়োজন করেছিলেন। বারবার সকলের উদ্দেশে জানান হয়েছিল যে কেউ যেন তাঁর জন্য কোনও উপহার নিয়ে না আসেন। এম এম এ সি সি-তে ২ নভেম্বর এই বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল। অতিথির তালিকা থেকে বাদ পড়েননি কেউই। সলমন খান, আমির খান, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, রণবীর সিং, নয়নতারা, করণ জোহার, আলিয়া ভাট প্রতিটা স্টারের কাছে আগেই পৌঁছে গিয়েছি আমন্ত্রণপত্র। সকলেই যথা সময় হাজির হয়েছিলেন কিং খানকে শুভেচ্ছা জানাতে।