Ranveer Singh: কেন জলের দরে গোরেগাঁওয়ের দুটি অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন রণবীর, কীসের এত অভাব?
Ranveer Singh Sells Apartment: বলিউডের অন্যতম সফল অভিনেতাদের তালিকায় রয়েছেন রণবীর সিং। তাঁর পারিশ্রমিকও আকাশছোঁয়া। কিছুদিন আগে বান্দ্রার বিলাশবহুল এলাকায় ১১৪ কোটি টাকা দিয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন রণবীর। সেই অ্যাপার্টমেন্টেই থাকেন তিনি এবং দীপিকা পাড়ুকোন। তার আগে ডঃ অ্যানি বাসান্ত রোডে তাঁর ১৪৪ কোটি টাকার অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন রণবীর।
মুম্বইয়ের শহরতলীতে অবস্থিত দুটি বিলাশবহুল অ্যাপার্টমেন্ট জলের দলে বিক্রি করলেন অভিনেতা রণবীর সিং। প্রায় ২,৬০০ স্কোয়্যারফিটেরও বেশি জায়গা জুড়ে ছিল এক-একটি অ্যাপার্টমেন্ট। ১৫ কোটি ২০ লক্ষ টাকায় অ্য়াপার্টমেন্ট দুটি বিক্রি করেছেন রণবীর। ২০১৪ সালে তিনি এবং তাঁর মা এই অ্যাপার্টমেন্টগুলি কিনেছিলেন মুম্বইয়ের শহরতলী গোরেগাঁওতে। দুটি অ্যাপার্টমেন্টই ওবেরয় এক্সকুইজ়িট কমপ্লেক্সে অন্তর্গত। ৪৩ তলায় ছিল অ্যাপার্টমেন্ট দুটি। এক-একটি অ্যাপার্টমেন্ট রণবীর বিক্রি করেছেন ৭ কোটি ৬২ লক্ষ টাকায়। যে ব্যক্তি রণবীরের অ্যাপার্টমেন্ট কিনেছেন, গত ৬ নভেম্বর সেরে ফেলেছেন রেজিস্ট্রেশনের যাবতীয় কাজও। স্ট্যাম্প ডিউটি পিছু খরচ হয়েছে ৯১ লক্ষ টাকা।
বলিউডের অন্যতম সফল অভিনেতাদের তালিকায় রয়েছেন রণবীর সিং। তাঁর পারিশ্রমিকও আকাশছোঁয়া। কিছুদিন আগে বান্দ্রার বিলাশবহুল এলাকায় ১১৪ কোটি টাকা দিয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন রণবীর। সেই অ্যাপার্টমেন্টেই থাকেন তিনি এবং দীপিকা পাড়ুকোন। তার আগে ডঃ অ্যানি বাসান্ত রোডে তাঁর ১৪৪ কোটি টাকার অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন রণবীর।
তারকা হওয়ার পর দামী গাড়ি হবে, দামী বাড়ি হবে–এটাই স্বাভাবিক। কিন্তু মুম্বইয়ের তারকারা অ্যাপার্টমেন্ট কিনে কিছু বছর পর তা টাকায় বিক্রি করে দেন। এতে দাম পাওয়া যায় অনেক বেশি। তার উপর অ্যাপার্টমেন্টগুলি নামী তারকাদের হওয়ার কারণে দামও তৈরি হয় অনেক বেশি। এ যেন রোজগারের দ্বিতীয় পথ। কেবল রণবীর নন, প্রবীণ-নবীন সমস্ত তারকাই অ্যাপার্টমেন্ট কিনে অর্থ লগ্নি করেন মুম্বইতে। সম্প্রতি নিজ রোজগারে প্রথম অ্যাপার্টমেন্ট কিনেছেন অনন্যা পাণ্ডে। দীপাবলিতে তাঁর নতুন বাড়িতে পার্টিও ছিল।