Alia-Ranveer: আলিয়ার পাশে সিংকে দেখে ‘সৎ রিভিউ’ রণবীর কাপুরের, কী বললেন তিনি?
Alia-Ranveer: আলিয়ার জীবনের 'রাজা' ওরফে রণবীর কাপুরের কেমন লাগল?
মুক্তি পেয়েছে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। আলিয়া ভাট ও রণবীর সিংয়ের কেমিস্ট্রি ‘গাল্লি বয়’-এই পছন্দ হয়েছিল দর্শকের। এবারেও গোড়ার দিকের প্রতিক্রিয়া হল। এ তো গেল সাধারণের প্রতিক্রিয়া। আলিয়ার জীবনের ‘রাজা’ ওরফে রণবীর কাপুরের কেমন লাগল? রণবীর সিংকে স্ত্রীর পাশে দেখে কি রিভিউ দিলেন তিনি? রণবীর সিংয়ের কথায়, “রণবীর ( কাপুর) আমাদের ছবিটা দেখেছে। যার কাজ আমার নিজেরই ভাল লাগে, সে যখন নিজেই প্রশংসা করে, তখন বেশ ভাল লাগে। ও আমায় বলল, ‘এরকম নয় যে দিল্লির ছেলের চরিত্রে তোমায় আগে দেখা যায়নি। কিন্তু এই চরিত্রের সঙ্গে আগের গুলোর কোনও মিল নেই।”
প্রসঙ্গত, জীবনের প্রথম ছবিতেই দিল্লির এক বাসিন্দার চরিত্রে অভিনয় করেন রণবীর সিং। ছবির নাম ছিল ‘ব্যান্ড বাজা বারাত’, যা মুক্তি পায় ২০১০ সালে। বিপরীতে ছিলেন অনুষ্কা শর্মা। উল্লেখ্য গত মঙ্গলবার বিকেলে মুম্বইয়ের অনুষ্ঠিত হয় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রিমিয়ার। হাজির ছিলেন একঝাঁক তারকা। এঁদের মধ্যে রয়েছেন, মালাইকা অরোরা, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, নিতু কাপুরসহ অনেকেই। হাজির ছিলেন গৌরী খানও। বহুদিন পর পরিচালনায় করণ জোহর, তাই এই ছবি নিয়ে প্রথম থেকেই হাইপ ছিল ভক্তদের মধ্যে। ছবির প্রচারে কলকাতায়ও এসেছিলেন রণবীর ও আলিয়া। টিভিনাইন বাংলার আবদারে আলিয়ার মুখে এ শহরেও শোনা গিয়েছিল ‘খেলা হবে’। তবে শেষ অবধি ‘খেলা’য় জিতবেন কিনা তা জানা যাবে মুক্তির এক সপ্তাহ পরেই।