Bollywood Gossip: বিচ্ছেদই কি হচ্ছে? এক ছবিতেই সবটা বললেন রণবীর সিং

Bollywood Gossip: বিগত বেশ কিছু দিন ধরেই বলিপাড়ার গুঞ্জন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মধ্যে নাকি সম্পর্ক ভাল নেই। এ নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া।

Bollywood Gossip: বিচ্ছেদই কি হচ্ছে? এক ছবিতেই সবটা বললেন রণবীর সিং
রণবীর-দীপিকা।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 10, 2023 | 2:32 PM

বিগত বেশ কিছু দিন ধরেই বলিপাড়ার গুঞ্জন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মধ্যে নাকি সম্পর্ক ভাল নেই। এ নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া। গুঞ্জন আরও গভীর হয়, রণবীর সিংয়ের এবারের জন্মদিনে। সাধারণ থেকে সেলেব যখন রণবীরের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ব্যস্ত তখন স্ত্রী দীপিকা প্রোফাইল থেকে ভেসে আসেনি কোনও শুভেচ্ছা বার্তা। ‘পিডিএ’ অর্থাৎ পাব্লিক ডিসপ্লে অব অ্যাফেকশনের যুগে এই ঘটনা চমকে দেওয়ার মতো। এই সব কারণেই যখন ভক্তমহল থেকে শো-বিজের আনাচে কানাচে চলছে ফিসফাস-গুঞ্জন, তখন এক ছবিতেই সবটা স্পষ্ট করলেন রণবীর। বুঝিয়ে দিলেন যা রটেছে তা মিথ্যে ছাড়া আর কিছুই নয়। মোনোক্রোমে দীপিকার সঙ্গে এক আদুরে ছবি শেয়ার করে জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য জানালেন ধন্যবাদ। বাকি আছে আরও। এরই পাশাপাশি রণবীরের জন্মদিন নিয়ে জানা গেল নতুন তথ্যও। এবারে স্বামীর জন্মদিন তাঁর সঙ্গেই কাটিয়েছেন দীপিকা। দু’জনে মিলে গিয়েছিলেন আলিবাগে। সেখানেই একান্তে হয়েছে সেলিব্রেশন। তাই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ভুয়ো খবর ব্যতীত আর কিচ্ছু নয়। ভাল আছেন তাঁরা, আছেন ভরপুর প্রেমে।

দীর্ঘ প্রণয়ের পর বিয়ে হয় রণবীর-দীপিকার। ২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। এর আগে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন দীপিকা। কিন্তু সেই প্রেম সফল হয়নি। তবে সিংয়ের সঙ্গে তাঁর প্রেমের নৌকো চলছে তরতরিয়ে।

 

এই সেই ছবি