Ranvir Shorey: ‘ছেলে করোনায় আক্রান্ত, হোটেল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের’, অভিযোগ রণবীর শোরের

রণবীর শোরে আক্ষেপের সুরে বলেছেন, "এই দুনিয়ায় সততার কোনও দাম নেই।"

Ranvir Shorey: 'ছেলে করোনায় আক্রান্ত, হোটেল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের', অভিযোগ রণবীর শোরের
বাবা-মায়ের সঙ্গে হারুন।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2021 | 4:40 PM

দিন দুই আগের ঘটনা। জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছে কঙ্কনা সেনশর্মা, রণবীর শোরের পুত্র ও অপর্ণা সেনের নাতি হারুন। হারুনের বয়স মোটে ১০ বছর। বাবা রণবীরের সঙ্গে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিল সে। ফেরার পথে আরটিপিসিআর পরীক্ষা হয় তাঁদের দু’জনেরই। জানা যায়, করোনায় আক্রান্ত হারুন। তার শরীরে কোনও উপসর্গ নেই যদিও। কিন্তু রণবীর করোনামুক্ত। বছরের শুরুতেই কোভিড সংক্রমণ হয়েছিল রণবীরের। করোনার দুটি টিকাও নেওয়া হয়ে গিয়েছে তাঁর। ছেলের সঙ্গে রয়েছেন বলে নিজেও কোয়ারেন্টিনে রেয়েছেন একটি হোটেলে। সম্প্রতি সেখানে অপ্রস্তুত পরিস্থিতির শিকার হয়েছেন রণবীর ও হারুন।

কেন করোনা আক্রান্ত ছেলে নিয়ে হোটেলে রয়েছেন রণবীর, তাই নিয়ে আপত্তি তোলেন অন্যান্য গেস্টরা। তাঁকে ও তাঁর ছেলে হারুনকে হোটেল থেকে বের করে দেওয়ারও নাকি চেষ্টা করা হয়। তেমনই অভিযোগ করেছেন রণবীর শোরে।

তিনি বলেছেন, “এই দুনিয়ায় সততার কোনও দাম নেই। এই মানুষরাই প্রথমদিন সেলফি তুলতে চাইছিলেন। করোনার খবরটা জানতে পেরে রূপ পালটে গেছে ওঁদের। এছাড়া, সমাজের এই তফাৎ আর সহ্য করা যাচ্ছে না মোটে। হোটেলে করোনা আক্রান্ত আছে বলে তাঁরা ডিসকাউন্টও চাইছেন।”

বেশকিছু ওয়েব সিরিজ়ে সম্প্রতি কাজ করেছেন রণবীর। তাঁকে শেষ দেখা যায় ‘তব্বর’ ওয়েব সিরিজ়ে। ফেব্রুয়ারি মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন রণবীর। সেই সময়ও সামান্য উপসর্গ নিয়ে কোয়ারেন্টিনে চলে গিয়েছিলেন তিনি। ছেলের করোনা আক্রান্তের খবর পাওয়ার পর জানিয়েছিলেন, সম্পূর্ণরূপে ভ্যাকসিন নেওয়া আছে তাঁর। জানিয়েছিলেন, এবার তিনি করোনা আক্রান্ত নন। কিন্তু ছেলের সঙ্গে আছেন বলে তিনিও কোয়ারেন্টিনে আছেন।

রণবীর বলেছেন, “আমার ভ্যাকসিন নেওয়া থাকলেও, আমার ১০ বছরের ছেলের তো তা নেই। এই দেশে এখনও বাচ্চাদের জন্য ভ্যাকসিনের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এটা নিয়ে চিন্তা করা উচিত।”

২০১০ সালে কঙ্কনাকে বিয়ে করেন রণবীর। কিন্তু সেই বিয়ে টেকেনি। ২০১৫ সালে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। বাবা-মা দু’জনের কাছেই থাকে হারুন। সিনেমার কাজের মধ্য়েও নাতিকে সময় দেন দিদিমা অপর্ণা সেন।

আরও পড়ুন: Liger-Vijay Deverakonda: ‘লাইগার’-এর প্রথম ঝলক প্রকাশ্যে… একেবারে নতুন অবতারে বিজয় দেবেরাকোন্ডা