Ranbir-Rashmika: রণবীরের সঙ্গে প্রচারে নেমে ট্রোল্ড রশ্মিকা, পোজ় দিতে গিয়ে এ কী করলেন
RaRa: তবে এবার কী এমন ঘটল? রশ্মিকা মন্দানা ও রণবীর কাপুর পোজ় দিলেন, আর সেখানে দই আঙুলের টুইস্টে সকলের নজর কাড়লেন রশ্মিকা। তবে এবার আর প্রশংসা নয়, বরং এবার মিলল চরম ট্রোল...

চলতি বছরে বলিউডে একের পর এক বিগ বাজেট ছবি তালিকায়। পাঠান থেকে যে সফর শুরু হয়েছে, তা ডানকি-তে গিয়ে শেষ। মাঝে সলমন খানের টাইগার থ্রি, কিংবা রণবীর কাপুরের ছবি অ্যানিম্যাল নজরের কেন্দ্রে জায়গা করে নিচ্ছে। রণবীর কাপুরের শেষ মুক্তি পাওয়া ছবি তু ঝুটি ম্যায় মক্কর বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলেনি। এই ছবিতে তাঁর বিপরীতে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এবার পালা রশ্মিকা মন্দানার। এই জুটিকে যদিও প্রথম থেকেই ভালবাসা দিয়েছে দর্শকেরা। প্রথম লুক থেকে শুরু করে তাঁদের গভীর চুম্বনের দৃশ্য, সবটাই যেন কোথাও না কোথাও গিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছে। ৬ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। তার আগে এবার ছবির প্রচারে কোমড় বেঁধে নেমে পড়লেন জুটি। ছবির গান থেকে শুরু করে ট্রেলার, সকলের আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে।
তবে এবার কী এমন ঘটল? রশ্মিকা মন্দানা ও রণবীর কাপুর পোজ় দিলেন, আর সেখানে দই আঙুলের টুইস্টে সকলের নজর কাড়লেন রশ্মিকা। তবে এবার আর প্রশংসা নয়, বরং এবার মিলল চরম ট্রোল, রশ্মিকার এই একই পোজ়ে ছবি দেখে সকলেই তাঁর উদ্দেশে এবার প্রশ্ন ছুঁড়ে দিলেন, একই পোজ় কেন, আর কোনও পোজড জানা নেই? যদিও রশ্মিকা ও রণবীর কাপুর এই জুটি বক্স অফিসে যে ছাপ ফেলতে চলেছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রণবীর ও রশ্মিকার রসায়ন নাগের সূত্রে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে গিয়েছে। তবে রশ্মিকা ও রণবীরের বাস্তবে পোজ় নিয়ে চর্চার সুযোগ ছাড়লেন না কেউ-ই। যদিও ভক্তরা ভালবেসে এই জুটিকে নাম দিয়েছেন রা-রা (RaRa)।
View this post on Instagram





