‘আঁখিয়ো সে গোলি মারে…’। বাক্যটা পড়েই হয়তো গানটা গুনগুন করতে শুরু করেছেন আপনি। ছবিটার কথাও মনে পড়ে যাওয়া অস্বাভাবিক নয়। ঠিকই ধরেছেন। রবিনা ট্যান্ডন এবং গোবিন্দা। বলিউডের দুই হিট জুটি ‘পরদেশী’, ‘দুলহে রাজা’, ‘স্যান্ডউইচ’-এর মতো একের পর এক হিট ছবি ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছিলেন। সেই জুটিকে যদি আবার দেখা যায়, তা নিয়ে কৌতূহল তো থাকবেই।
রবিবার সোশ্যাল মিডিয়ায় রবিনা কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে তাঁর সঙ্গে রয়েছেন গোবিন্দা। অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘দ্য গ্র্যান্ড রিইউনিয়ন! আবার একসঙ্গে স্ক্রিনে আসছি। কী, কোথায়, কখন… কামিং সুন…।’
অর্থাৎ রবিনা এবং গোবিন্দা একসঙ্গে কিছু একটা করছেন, সে বার্তা স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী। কিন্তু কী করছেন, সেটা কোথায় দেখা যাবে, কবে দেখা যাবে, এ সব প্রশ্নের উত্তর দেননি। বরং সে সব নিয়ে ধোঁয়াশা রেখেছেন। এই ছবি দেখার পর অনুরাগীরা নানা রকম জল্পনা করছেন। কোথায় দেখা যেতে পারে এই জুটিকে?
একদিকে গোবিন্দার নাচ এবং কমিক সেন্স, অন্যদিকে রবিনার উপস্থিতি তাঁদের ছবি গুলিকে বিনোদনে ভরপুর করে তুলত। প্যানডেমিক পরিস্থিতিতে এখন নতুন ছবির সংখ্যা হাতে গোনা। ফলে তাঁরা হয়তো ছবি করছেন না, এমনটা মনে করছেন একটা বড় অংশের দর্শক। বড় পর্দায় কামব্যাক করতে চাইলে অন্তত এই অস্থির পরিস্থিতিতে তাঁরা বেছে নিতেন না, বলেই মন দর্শকের। হয়তো টেলিভিশনে কোনও রিয়ালিটি শোয়ের পর্দায় তাঁদের দেখা যেতে পারেন। গোবিন্দা এমনিতেই বাংলা টেলিভিশনের একটি রিয়ালিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালন করছেন। সেখানেই কি রবিনাও উপস্থিত হবেন? তা নিয়েই চর্চা শুরু হয়েছে নানা মহলে।
আরও পড়ুন, পাড়ার পুজোয় ফুচকা খাওয়া, স্মৃতিতে ডুব দিলেন কোয়েল