সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ তিনি বেতাজ বাদশা। তাঁর সাম্প্রতিক ছবি ‘জওয়ান’ ব্যবসা করেছে ১০০০ কোটির উপরে। তিনি শাহরুখ খান। তাঁর একাগ্রতা ও কাজের প্রতি মনোযোগ প্রশ্নাতীত। যাই বাধা আসুক না কেন তা কোনওকালেই পাত্তা দেননি কিং খান। এরকমই এক ঘটনার কথা সম্প্রতি শেয়ার করেছেন তাঁর ‘আর্মি’ কো-স্টার রবি কিষণ। তিনি বলেন, “আমরা মেহবুব স্টুডিয়োতে আর্মির একটি ক্লাইম্যাক্স শুট করছিলাম। শাহরুখে এদিকে ১০৩ জ্বর। ও ওই জ্বর নিয়েও সেটে আসে। ওই ছবিতে ও হিরো ছিল না। কোনও বড় চরিত্রও ছিল না ওঁর। কেমিও চরিত্রে দেখা গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কথার খেলা প করেনি ও। সেটা যে ওর ধর্মেই নেই।” রবি জানিয়েছেন অক্ষয় কুমারও ওই একই গুণের অধিকারী। তিনি যোগ করেন, “ওঁরা দু’জনেই অজানা হয়ে প্রয়াত হতে চাননি। ওঁরা মনে করেন এই দুনিয়ায় এসেছি কোনও কারণের জন্য। যখন আমি মারা যাব, তখন যেন সারা বিশ্বের কাছে সেই খবর পৌঁছয়।”
আর্মি ছবিতে শাহরুখ খান ছাড়াও ছিলেন শ্রীদেবী, ড্যানি ডেনজংপা, রণিত রায়, রবি কিষণ। অক্ষয়ের সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন রবি। এর মধ্যে রয়েছে ‘জখম দিল’, ‘ফির হেরা ফেরি’র মতো বেশ জনপ্রিয় কিছু ছবি।