Rekha: ‘নিজেকে ২০ বছরের মেয়ে ভাবছেন?’ রেখার আচরণে কটাক্ষের বন্যা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 29, 2023 | 4:59 PM

Rekha: পোজ় দিয়ে ছবি তুলতে ব্যস্ত তখন সোনাক্ষীর পরিবার। এমনই সময় রেখার প্রবেশ। তাঁকে দেখে হাসি মুখে তাঁর দিকে হাত বাড়িয়ে দিলেন শত্রুঘ্ন, কিন্তু রেখা সোজা গিয়ে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম ঠুকে বসলেন। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিতেই শুরু ট্রোল ঝড়।

Rekha: নিজেকে ২০ বছরের মেয়ে ভাবছেন? রেখার আচরণে কটাক্ষের বন্যা
রেখা।

Follow Us

বলিউডের অন্যতম চর্চিত ও প্রবীণ অভিনেত্রী রেখার উপস্থিতি মানে সেখানে পাপারাৎজিদের নজর। বয়সকে টেক্কা দিয়ে যেভাবে আজও তিনি সিনে দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছেন, তা এক কথায় নজর কাড়া। পর্দা থেকে দূরত্ব বেড়েছে ঠিকই, তবে বলিউডের বিভিন্ন অনুষ্ঠান থেকে রাত পার্টি, মাঝেমধ্যেই দেখা মেলে রেখার। বয়স ৬৯, তবে ফ্যাশন হোক কিংবা স্টাইল স্টেটমেন্ট, যে কোনও প্রজন্মকে টেক্কা দিতে সিদ্ধহস্ত তিনি। এবার তারই দেখা মিলল। সাঁচি নায়াকের রিসেপশনে দেখা মিলল তাঁর। সেলেবের রিসিপশন পার্টিতে বলিউডের ঢল নেমেছিল। সেখানে শত্রুঘ্ন সিনহা পরিবারের সঙ্গে প্রবেশ করতে দেখা গেল রেখাকে।

পোজ় দিয়ে ছবি তুলতে ব্যস্ত তখন সোনাক্ষীর পরিবার। এমনই সময় রেখার প্রবেশ। তাঁকে দেখে হাসি মুখে তাঁর দিকে হাত বাড়িয়ে দিলেন শত্রুঘ্ন, কিন্তু রেখা সোজা গিয়ে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম ঠুকে বসলেন। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিতেই শুরু ট্রোল ঝড়। একদিকে যেমন রেখার সহবতের প্রশংসা করলেও নেটিজেনরা তেমনই আবার অপরদিকে প্রশ্ন তুলতে ছাড়লেন না তাঁদের বয়সে ফারাক কত? রেখাকে কটাক্ষ করে কেউ লিখলেন ‘কচি সাজার চেষ্টা’, কেউ আবার লিখলেন, ‘রেখাকে নিজেকে কুড়ি বছরের মেয়ে ভাবছেন’। শত্রুঘ্ন ও রেখার বয়সের মধ্যে ফারক মাত্র আট বছরের। তবে কেন পায়ে হাত দিয়ে প্রণাম! তাঁর উত্তর খুঁজছেন এক শ্রেণি। অপরশ্রেণি আবার রেখার পক্ষ নিয়ে করলেন প্রশংসা। কেউ কেউ আবার তাঁদের সমবয়সী বলেও কটাক্ষ করতে পিছপা হল না। শত্রুঘ্নর পাশে দাঁড়িয়ে থাকা পুনাম সিনহাকেও জড়িয়ে ধরলেন তিনি। তালিকা থেকে বাদ পড়লেন না মেয়ে সোনাক্ষী সিনহা। শত্রুমার পরিবারের সঙ্গে দাঁড়িয়ে দিন ছবিও তুললেন অভিনেত্রী।

Next Article