Nitin Mohan Death: মাত্র ৬০ বছর বয়সে প্রয়াত প্রযোজক নীতিন মোহন; বলিউড শোকস্তব্ধ
Producer Death: 'বোল রাধা বোল', 'লাডলা'র মতো পুরনো দিনের সিনেমা প্রযোজনা করেছিলেন তিনি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর, ২০২২) মৃত্যু হয়েছে বলিউডের বর্ষীয়ান প্রযোজক নীতিন মোহনের। ‘বোল রাধা বোল’, ‘লাডলা’র মতো পুরনো দিনের সিনেমা প্রযোজনা করেছিলেন তিনি। নভি মুম্বইয়ের কোকিলাবেন ধীরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন নীতিন। ৩ ডিসেম্বর তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল। বয়স হয়েছিল ৬০ বছর।
নীতিনের আরও একটি পরিচয় তিনি বিখ্য়াত অভিনেতা মনমোহনের পুত্র। ‘ব্রহ্মচারী’, ‘গুমনাম’, ‘নয়া জ়়ামান’-র মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
হাসপাতালে ভর্তি হওয়ার পর ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল নীতিনকে। হাসপাতাল সূত্র পিটিআইকে জানিয়েছে, “হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছিলেন প্রযোজক নীতিন মোহন। তাঁর শারীরিক অবস্থা একেবারেই ভাল ছিল না সেই সময়। আমাদের তড়িঘড়ি ভেন্টিলেশনে দিতে হয় তাঁকে। আইসিইউতে ভর্তি করা হয়।” মাত্র ৬০ বছরে প্রাণ হারালেন প্রযোজক। পরিবার বলতে ছিল কেবল তাঁর স্ত্রী এবং সন্তানেরা। একটি কন্যা প্রাচী এবং এক পুত্র সোহম।
Sorry to hear about the demise of well known film producer,Director , Writer Nitin Manmohan ji due to heart attack . It’s another loss to the film Industry. My heartfelt condolences to the family & near ones. ओम् शान्ति ! ??? pic.twitter.com/nouPGxWw0C
— Ashoke Pandit (@ashokepandit) December 29, 2022
কেবল ‘বোল রাধা বোল’ (১৯৯২) নয়, কিংবা ‘লাডলা’ (১৯৯৪) নয়। ‘ইয়ামলা পাগল দিওয়ানা’ (২০১১), ‘আর্মি স্কুল’ (২০০১), ‘লাভ কে লিয়ে সালা কুছ ভি করেগা’ (২০০১), ‘দস’ (২০০৫), ‘চল মেরে ভাই’ (২০০১), ‘মহা সংগ্রাম’ (১৯৯০), ‘ইনসাফ: দ্য ফাইনাম জাস্টিস’ (১৯৯৭), ‘দিওয়ানগি’ (২০০৩), ‘নয়ী পরোসন’ (২০০৩), ‘অধর্ম’ (১৯৯২), ‘বাগি’, ‘ইনা মিনা ডিকা’, ‘তথাস্তু’, ‘ট্যাঙ্গো’র মতো ছবি প্রযোজনা করেছিলেন নীতিন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড সিনেমা জগৎ।