Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মালাইকার প্রতিবেশী হতে ২০ কোটি টাকা খরচ করলেন অর্জুন!

সমুদ্রমুখী ওই এলাকার ফ্ল্যাটের মূল্য যে নেহাত কম হবে না, তা অনুমান করা যায়। অর্জুনের নতুন ফ্ল্যাটের দাম কত?

মালাইকার প্রতিবেশী হতে ২০ কোটি টাকা খরচ করলেন অর্জুন!
অর্জুন এবং মালাইকা।
Follow Us:
| Updated on: May 29, 2021 | 4:52 PM

মাস খানেক আগে ল্যান্ড রোভার ডিফেন্ডার এসইউভি কিনেছেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। জন্মদিনে নিজেকে দিয়েছিলেন এই বিলাসবহুল উপহার। এ বার বান্দ্রায় একটি ফ্ল্যাট কিনলেন বলে খবর। প্রেমিকা মালাইকা আরোরার ফ্ল্যাটের ঠিক সামনেই নাকি অর্জুনের নতুন ঠিকানা। এ বার প্রতিবেশী হলেন এই দুই শিল্পী।

বান্দ্রার যে এলাকায় অর্জুন নতুন ফ্ল্যাট কিনেছেন, সেখানে শুধু মালাইকা নন, আরও অনেক বলি সেলেবের ঠিকানা। শোনা যায়, শাহরুখ খান, সলমন খান, করিনা কাপুর খান, রণবীর কাপুরের মতো তারকারা নাকি ওই এলাকাতেই থাকেন। সমুদ্রমুখী ওই এলাকার ফ্ল্যাটের মূল্য যে নেহাত কম হবে না, তা অনুমান করা যায়। অর্জুনের নতুন ফ্ল্যাটের দাম কত?

সূত্রের খবর, অর্জুনের ফ্ল্যাটে চারটি বড় ঘর রয়েছে। ২৬ তলার এই ফ্ল্যাট থেকে সমুদ্র দেখা যায়। আনুমানিক ২০-২৩ কোটি টাকা খরচ করে নাকি নতুন ফ্ল্যাট কিনলেন অভিনেতা। যদিও নতুন ফ্ল্যাটের বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি অর্জুন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে মুখ খুলেছিলেন অর্জুন। তিনি বলেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনও প্রকাশ্যে খুব একটা কথা বলি না। কারণ আমার মনে হয়, সঙ্গীকে সম্মান করা উচিত। এখানে একটা অতীত রয়েছে। আমি এমন দেখেছি, ব্যক্তি জীবন জনসমক্ষে আসার পর তা আর খুব একটা ভাল থাকেনি। শিশুদের উপরও প্রভাব পড়ে। সে জন্য একটা বাউন্ডারি রাখার চেষ্টা করি আমি। মালাইকা যেটাতে স্বচ্ছন্দ, সেটা করার চেষ্টা করি। আর আমার কেরিয়ার তো ব্যক্তি সম্পর্কের উপর নির্ভরশীল নয়। ফলে সময় দিচ্ছি আমরা। স্পেস দিচ্ছি। আর সম্মানের সঙ্গে একটা বাউন্ডারি তৈরি করে রাখার চেষ্টা করি।”

শোনা যায়, অর্জুনের প্রেমে পরার পরই আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য থেকে বেরিয়ে আসেন মালাইকা। তাঁদের টিনএজার ছেলেও রয়েছে। এই সম্পর্ক নিয়ে ঘনিষ্ঠ বৃত্তের বাইরে একেবারেই আলোচনা করতে চান না অর্জুন এবং মালাইকা। তাঁদের বিয়ের পরিকল্পনা নিয়ে আগেই প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তখন অর্জুন স্পষ্ট জানিয়েছিলেন, বিয়ে করলে লুকিয়ে রাখবেন না তিনি।

আরও পড়ুন, স্পেশ্যাল কেক দিয়ে সদ্যোজাতকে স্বাগত জানালেন শ্রেয়া