অতীত যেন কিছুতেই পিছু ছাড়ছে না। শেষ হয়েও যেন কপাল থেকে মাদক সরবরাহকারীর তকমা সরতে নারাজ রিয়া চক্রবর্তীর। মাদক মামলা, সুশান্তের মৃত্যু রহস্য, নানান জেরা, প্রতিবাদ, বয়কট সমস্তটা সহ্য করেই ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করে চলেছেন রিয়া চক্রবর্তী। না পালিয়ে গিয়ে নয়, তিনি বরং বলিউডে থেকেই বলিউডের অন্দরমহলে নিজের জায়গা পাকা করে নিতে চান। সেই সূত্রেই ধিরে ধিরে সম্পর্ক স্থাপন হচ্ছে চিত্র গ্রাহকদের সঙ্গে, বিভিন্ন পার্টি, বিবাহ অনুষ্ঠান, সেলিব্রেশনে বহু সেলেবই তাঁকে সুযোগ করে দিচ্ছে সকলের সঙ্গে স্বাভাবিকভাবে মেলামেশা করার। কিন্তু অতীতের কালো ছায়া কিছুতেই যেন রিয়া চক্রবর্তী জীবন থেকে সরছে না।
সদ্য তাঁকে উপস্থিত হতে দেখা যায় মনিশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে। সেখানেই রিয়া চক্রবর্তীর উপস্থিতিতে আবারও কটাক্ষ করল নেটপাড়া। এই সেলেব কি তবে পার্টিতে মাদক সরবরাহ করতে উপস্থিত হয়েছেন! ছবি পোস্ট হওয়া মাত্রই কমেন্ট বক্সে উঠল সমালোচনার ঝড়। মাদক কান্ডে তাঁর নাম জড়ানো মাত্রাই রিয়ার কেরিয়ারে সমস্ত লাইম লাইট পাল্টে যায় কোলা ছায়ায়। সকলের সামনে বারে বারে হেনস্থা হতে হয়েছে তাঁর পরিবারকে।
৫০ দিন তাঁকে রীতিমত হাজতবাসও করতে হয়েছে। যার ফলে সোশ্যাল মিডিয়া থেকে একটা সময় তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। রিয়া চক্রবর্তীর এই ছবিটা রাতারাতি ভাইরাল হয় নেটদুনিয়ার পাতা। স্থির করেছিলেন মুম্বই ছাড়বেন, তেমনটা ঘটেনি। তবে নিজেই বলিউডের ২৫ অভিনেত্রীর নাম জানিয়েছিলেন রিয়া চক্রবর্তী। স্পষ্ট করেছিলেন অন্দরমহলের ছবিটা। যদিও দু-বছর পেরিয়েও এখনও রেহাই পাচ্ছেন না তিনি। বলিউডের অনেকেই রিয়ার পাশে রয়েছেন বর্তমানে। এখন অপেক্ষা একটা ভালল কাজ পাওয়ার।