Rhea Chakraborty: সুশান্তকে ভুলে ফের প্রেম করছেন রিয়া চক্রবর্তী; সামনেই নাকি বিয়ে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 21, 2023 | 6:35 PM

Sushant Singh Rajput: রিয়া বলিউডের অভিনেত্রী। 'জলেবি'র মতো বেশকিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। রিয়া নাকি সুশান্তকে মাদক দিতেন। তাঁর মৃত্যুতে নাকি প্ররোচনাও দিয়েছিলেন। এমনই অভিযোগ ছিল রিয়ার। সুশান্তের মৃত্যুর দু'বছর পর পর্যন্ত তেমন কোনও কাজও ছিল না তাঁর। জেলে যেতে হয়েছিল। এখন ধীরে-ধীরে ছন্দে ফিরছে রিয়ার জীবন। তাঁর সঙ্গে নাকি সম্পর্ক তৈরি হয়েছে এক ব্যবসায়ীর।

Rhea Chakraborty: সুশান্তকে ভুলে ফের প্রেম করছেন রিয়া চক্রবর্তী; সামনেই নাকি বিয়ে
রিয়া চক্রবর্তী।

Follow Us

২০২০ সালের জুলাই মাসে এক রবিবার হঠাৎই খবর আসে মুম্বইয়ের বান্দ্রা এলাকার এক ভাড়া করা অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। এখনও পর্যন্ত সেই রহস্য মৃত্যুর কিনারা হয়নি। কেউ মনে করেন সুশান্ত মাদকের নেশায় আসক্ত ছিলেন। কেউ মনে করেন তাঁকে খুন করা হয়েছে। কাকতালীয়ভাবে সুশান্তের মৃত্যুর কয়েক দিন আগেই মৃত্যু হয়েছিল তাঁর ম্যানেজার দিশার সালিয়ানের। সেই মৃত্যু যদিও স্বাভাবিক ছিল না। সুশান্তের মৃত্যুর পর জীবন নরক হয়ে উঠেছিল তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর।

রিয়া বলিউডের অভিনেত্রী। ‘জলেবি’র মতো বেশকিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। রিয়া নাকি সুশান্তকে মাদক দিতেন। তাঁর মৃত্যুতে নাকি প্ররোচনাও দিয়েছিলেন। এমনই অভিযোগ ছিল রিয়ার। সুশান্তের মৃত্যুর দু’বছর পর পর্যন্ত তেমন কোনও কাজও ছিল না তাঁর। জেলে যেতে হয়েছিল। এখন ধীরে-ধীরে ছন্দে ফিরছে রিয়ার জীবন। তাঁর সঙ্গে নাকি সম্পর্ক তৈরি হয়েছে এক ব্যবসায়ীর।

ধীরে-ধীরে মুম্বইয়ে কাজের অফার পেতে শুরু করেছেন রিয়া চক্রবর্তী। সম্প্রতি একটি টকশোতে এসে মানসিক স্বাস্থ্য নিয়ে কথাও বলেছেন তিনি। তিনি জানিয়েছেন, সুশান্ত নাকি মানসিক রোগী ছিলেন। এই মন্তব্যের পর সুশান্তের দিদি তাঁকে কটাক্ষ করেছেন।

তবে কানাঘুষো শোনা যাচ্ছিল, রিয়া নাকি এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। সেই ব্যবসায়ীর নাম নিখিল কামাত। এর আগে ২০১৯ সালে তিনি বিয়ে করেছিলেন এক বিদেশিকে। সেই বিয়ে টেকেনি। তারপর বিশ্ব সুন্দরী মানুষী চিল্লারের সঙ্গে কিছুদিনের সম্পর্ক ছিল নিখিলের। তাঁদের নাকি বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে। এবং সেই তৃতীয় ব্যক্তি আর কেউ নন রিয়া চক্রবর্তী।

বেশ কিছুদিন আগে নিখিলের সঙ্গে নানা জায়গায় দেখা যেতে শুরু করেছিল রিয়াকে। এখন তাঁর সঙ্গেই সম্পর্ক তৈরি হয়েছে রিয়ার। তাঁরা নাকি একসঙ্গে থাকার সিদ্ধান্তও নিয়েছেন। খুব তাড়াতাড়ি নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিয়া চক্রবর্তী।

Next Article