AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাত মাসের নীরবতা ভেঙে ইনস্টাগ্রামে পোস্ট রিয়ার, স্বাগত জানালেন সেলেব থেকে সাধারণ

অবশেষে সাত মাস পর সোশ্যাল মিডিয়ায় মেগা কামব্যাক রিয়ার। শেয়ার করলেন পোস্ট। ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন খুলে দিলেন সাধারণের জন্য। আশ্চর্যের পর তাতে একটাও ‘হেট মেসেজ’ নেই। সেলেব থেকে সাধারণ-- রিয়ার কামব্যাকের জন্যই বুঝি অপেক্ষা করছিলেন সবাই।

সাত মাসের নীরবতা ভেঙে ইনস্টাগ্রামে পোস্ট রিয়ার, স্বাগত জানালেন সেলেব থেকে সাধারণ
রিয়া চক্রবর্তী।
| Edited By: | Updated on: Mar 08, 2021 | 6:07 PM
Share

আগস্ট থেকে মার্চ– কম সময় নয়! এই সাত মাস ইনস্টাগাম থেকে ফেসবুক, টুইটার থেকে স্ন্যাপচ্যাট– রিয়া চক্রবর্তীকে খুঁজে পাওয়া যায়নি কোথাও।খবরের শিরোনামে তিনি ছিলেন।পেজ-থ্রি থেকে জায়গা পেয়েছিলেন পেজ ওয়ানে।ছিলেন গুগুল সার্চ ইঞ্জিনের প্রথম সারিতে। তবে for all the wrong reason।

অবশেষে সাত মাস পর সোশ্যাল মিডিয়ায় মেগা কামব্যাক রিয়ার। শেয়ার করলেন পোস্ট। ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন খুলে দিলেন সাধারণের জন্য। আশ্চর্যের বিষয় তাতে একটাও ‘হেট মেসেজ’ নেই। সেলেব থেকে সাধারণ– রিয়ার কামব্যাকের জন্যই বুঝি অপেক্ষা করছিলেন সবাই। সেই রিয়া গত ১৪ জুনের পর থেকে যে ছিল সোশ্যাল মিডিয়ার ‘ঘোষিত ভিলেন’। হতে পারে রিয়ার পিআর টিম ফিল্টার করেছে মেসেজ তবে যে যে মেসেজ দেখা যাচ্ছে তাঁর কমেন্ট সেকশনে সেখানে ঘৃণার লেশমাত্র নেই।

হাতের ওপর হাত। শক্ত করে ধরে রাখা। নারী দিবসে এই পোস্টই শেয়ার করেছেন রিয়া। একটি হাত তাঁর মায়ের আর একটি তাঁর। রিয়া লিখেছেন, “মা আর আমি…সব সময় একসঙ্গে…আমার শক্তি…আমার বিশ্বাস…আমার ভরসা…আমার মা”। চামড়া কুঁচকে যাওয়া এক হাত আঁকড়ে ধরে আছে লাল সুতো বাঁধা নেলপলিশ পরা এক ‘পলিশ’ হাতকে। হ্যাশট্যাগে রিয়া আরও লিখেছেন, #ওম্যান হু ইনস্পায়ার।

রিয়ার কমেন্ট সেকশনে গেলেও চোখ আটকে যায়। শিবানী দাণ্ডেকর থেকে শুরু করে অনুষ্কা দান্ডেকর, সুজান খান… একের পর কমেন্টে রিয়া যেন আগের চেনা ছন্দে। নেটিজেনরাও সানন্দে স্বাগত জানিয়েছেন রিয়াকে। একজন লিখেছেন, “কত দিন পরে পোস্ট করলে তুমি। তোমার চেয়ে বেশি খুশি তো আমার হচ্ছে।” আর একজন লিখেছেন, “ফিরে এস সাহসী মেয়ে”। ‘রেপ থ্রেট’ নেই, নেই খুনি তকমা লাগিয়ে দেওয়ার অদম্য ইচ্ছাও।ইনস্টাগ্রামে নেটিজেনের মন্তব্যে রিয়া আর ‘মোহিনীমায়ায় রাজপুত্রকে ভোলানো রাক্ষসী’ নন।

অথচ এমনটা তো ছিল না কিছু দিন আগেও। গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর গোটা লকডাউন এবং তাঁর পরবর্তী সময় জুড়ে মিডিয়ার প্রাইম টাইমে রিয়ার স্ক্রুটিনি তো অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল নেটিজেনদের বেশিরভাগের। সুশান্তের পরিবারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে এফআইআর, ইডি, সিবিআই (কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা)য়ের ঘন ঘন তলব এবং সবশেষে মাদক মামলায় গ্রেফতার ও বাইকুল্লা জেলে দিনযাপন– রিয়া চক্রবর্তীর ঝুলি ‘পরিপূর্ণ’।

সাত মাস আগে রিয়া যে পোস্ট শেয়ার করেছিলেন, তাতে দেখা গিয়েছিল রিয়ার প্রায় বাড়ির মধ্যে ঢুকে তাঁর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে ঘিরে ধরেছে পাপারাৎজি। রিয়া লিখেছিলেন, “আমার এবং পরিবারের প্রাণ আজ বিপন্ন”। তা নিয়েও ‘খিল্লি’ হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ঠিক যেমনটা হয়েছিল সুশান্তের মৃত্যুর পর সাদা সালোয়ার আর নো-মেক আপ লুকে রিয়ার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর। শুধু রিয়া নন, ট্রোল্ড হয়েছিলেন রিয়ার বন্ধু এবং ফারহান আখতারের প্রেমিকা শিবানীও। কারণ, রিয়া দেখা করেছিলেন তাঁর সঙ্গে। আজ রিয়ার পোস্টে কমেন্ট করেছেন শিবানী। পাঠিয়েছেন ভালবাসা।

রিয়াই যে সুশান্তকে হত্যা করেছেন সেই অভিযোগ সুশান্তের পরিবারের মানুষও এফআইআরে করেননি। কিন্তু ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের বিচারসভায় বেশিরভাগের কাছে রিয়া তকমা পেয়েছিলেন হত্যাকারীর, ব্ল্যাক ম্যাজিক জানা এক ছলনাময়ী নারীর।

রিয়া যেদিন গ্রেফতার হন সেদিন তাঁর কালো টিশার্টে লেখা ছিল, ‘রোজেস আর রেড/ ভায়ো লেটস আর ব্লু/লেটস স্ম্যাশ দ্য পেট্রিয়ারকি/ মি অ্যান্ড ইউ’। আজ নারীদিবসে তাঁর ইনস্টাগ্রাম পোস্টেও সেই ‘পুরুষতন্ত্র’ ভাঙারই ডাক। সে যতই আসন্ন ছবি ‘চেহরে’পোস্টার থেকে তিনি বাদ পড়ুন। যতই কাছের বন্ধু রাজীব লক্ষণ তাঁর সঙ্গে ছবি পোস্ট করার পরে সোশ্যাল মিডিয়ার ব্যাকল্যাশ হজম করতে না পেরে তা পরে মুছে দেন না কেন… রিয়া এগিয়ে যেতে চান মায়ের আশীর্বাদকে সঙ্গে নিয়েই… রিয়া জানেন, যে যাই বলুক না কেন, ‘তুঝে সব হ্যায় পাতা হ্যায় না মা…’।