করোনার কারণে বিয়ের দিন বাতিল হওয়ায় আর বিয়ে না করার সিদ্ধান্ত রিচা-আলির?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 24, 2021 | 6:31 AM

আলির সঙ্গে রিচার সম্পর্কের ভিত বন্ধুত্ব। আলির দোষও প্রকাশ্যে স্বীকার করে নিলেন অভিনেত্রী।

করোনার কারণে বিয়ের দিন বাতিল হওয়ায় আর বিয়ে না করার সিদ্ধান্ত রিচা-আলির?
রিচা এবং আলি।

Follow Us

বহুদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন আলি ফজল এবং রিচা চাড্ডা। এই সম্পর্কের কথা ইন্ডাস্ট্রির প্রায় সকলেই জানেন। কিন্তু তাঁরা বিয়ে করছেন কবে? ২০২০-র এপ্রিলে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন এই জুটি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত রাখতে হয়। ২০২১-এও করোনা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। বরং পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তা হলে কি এই বছরও বিয়ে স্থগিত রাখবেন তাঁরা?

সদ্য এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তরে মুখ খোলেন রিচা স্বয়ং। তিনি বলেন, “আসলে এটা দায়িত্ব নেওয়ার পরিস্থিতি। বিয়েতে পরিবারের সদস্যরা তো থাকবেনই। তাঁদের শরীর যাতে ভাল থাকে, সে দায়িত্ব আমাদেরই। আমরা কখনও চাইব না, আমাদের বিয়ের অনুষ্ঠানে এসে কেউ আক্রান্ত হোন। আমাদের বিয়েতে এসে সকলে আনন্দ করবেন, একে অপরকে জড়িয়ে ধরে সৌহার্দ্র্য বিনিময় করবেন, এটুকু তো চাইব। দেখা যাক, সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে বিয়ের সিদ্ধান্ত নিতে পারি।”

আলির সঙ্গে রিচার সম্পর্কের ভিত বন্ধুত্ব। রিচা আরও জানান, আলি অত্যন্ত যত্নশীল। শুধু তাঁর বিষয়ে নয়, পরিচিত সকলের প্রতিই যত্ন নেন আলি। সেটাই কোথাও আলিকে ভালবাসার মূল কারণ। আলির দোষও প্রকাশ্যে স্বীকার করে নিলেন অভিনেত্রী। রিচার কথায়, “নিজের জিনিস যেখানে সেখানে ছড়িয়ে রাখে আলি। তারপর ভুলে যায়। খুঁজে না পেয়ে প্যানিক করতে থাকে। সেটা আমার ভাল লাগে না।”

আরও পড়ুন, ক্যানসার আক্রান্ত অনুরাগীর সঙ্গে কথা বলে ইচ্ছেপূরণ করলেন কমল হাসান

Next Article