Alia-Ranveer: ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’তে এবার সেন্সরের কাঁচি, বাদ পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ
Inside Story: দুই ভিনরাজ্যের পরিবারের দুই সন্তান যখন একে অন্যের প্রেমে পড়ে, তখন পরিবার ও তাঁদের মধ্যে সমীকরণ ঠিক কতটা প্রশ্নের মুখে পড়তে পারে, তা নিয়েই এই ছবির গল্প।
আসছে রকি অউর রানি কি প্রেমকাহিনি। অভিনয়ে আলিয়া ভাট ও রণবীর সিং। এই জুটি দ্বিতীয়বার পর্দায় আসতে চলেছেন। তবের এবার সত্যি প্রেমকাহিনি। ছবির টিজ়ার থেকে ট্রেলার, গান, সবেতেই করণ জোহরের বিশেষত্বের ছাপ নজরে আসে। দুই ভিনরাজ্যের পরিবারের দুই সন্তান যখন একে অন্যের প্রেমে পড়ে, তখন পরিবার ও তাঁদের মধ্যে সমীকরণ ঠিক কতটা প্রশ্নের মুখে পড়তে পারে, তা নিয়েই এই ছবির গল্প। যেখানে এক রাজ্য হল পশ্চিমবঙ্গ। আলিয়া ভাট সেখানের মেয়ে। ফলে খুব স্বাভাবিকভাবেই তাঁর কথায়, আলোচনায় বাংলা, বাংলার ট্রেন্ডিং টপিক জায়গা করে নেবে। এক্ষেত্রেও তাই হয়। ট্রেলারে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ, শোনা যায় খেলা হবে সংলাপ।
তবে তা যে দর্শক টানতে করা হয়েছিল, সে প্রসঙ্গে দ্বিমত না থাকলেও এবার সেন্সর বোর্ড (Central Board of Film Certification) নড়েচড়ে বসল। ছবি দেখে বেশ কিছু সংলাপ এবার বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হল বলে খবর। ওল্ড মংক, মদের এক পুরোনো ব্র্যান্ড, তার নাম ব্যবহার করা হয়েছিল। ব্র্যান্ড পলিসির জন্য নাম পাল্টে হল বোল্ড মংক। এখানেই শেষ নয়, বদল আসছে আরও বেশ কয়েকটি বিষয়ে। ছবিতে লোকসভা প্রসঙ্গ তোলা হয়েছে, তাও বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনীয় এই বদলগুলো সম্পূর্ণ হলে তবেই ছবি ছাড়পত্র পাবে বলে খবর। অন্তর্বাসের দোকানে গিয়ে ব্রা উচ্চারণ করাতেও এসেছে আপত্তি। তা পাল্টে করে দেওয়া হচ্ছে আইটেম। সরিয়ে দেওয়া হয় যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও। যদিও এই নির্দেশ মেনে ইতিমধ্যেই ছবিকে পাল্টে ফেলা হয়েছে, ও ছবি ১৯ জুলাই ছাড়পত্রও পেয়ে গিয়েছে। ছবির দৈর্ঘ্য মোটা ২ ঘণ্টা ৪৮ মিনিট। বর্তমানে এই জুটি ব্যস্ত রয়েছেন ছবির প্রচারে।