রোহমান শাল (Rohman Shawl)। পেশাদার মডেল। কিন্তু মডেল হিসেবে কতজন চেনেন রোহমানকে? বরং ব্যক্তি পরিচয়েই জনপ্রিয় তিনি। সুস্মিতা সেনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে রোহমানের। একসঙ্গেই থাকেন তাঁরা। রোহমানের সঙ্গে সম্পর্কের বিষয় কখনও লুকিয়ে রাখেননি সুস্মিতা। ফলে যেটুকু পরিচিতি রোহমান পেয়েছেন, সবটাই সুস্মিতার জন্য বলে মনে করেন ইন্ডাস্ট্রির বহু সদস্য। এ বার প্রকাশ্যে সে কথা স্বীকার করে নিলেন রোহমান।
ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে রোহমান কার্যত এ কথা স্বীকার করেন। তিনি জানান, সেলেব হিসেবে পরিচিত হওয়ার মতো কিছুই তিনি এখনও পর্যন্ত করেননি। যেটুকু জনপ্রিয়তা তিনি পেয়েছেন, তা অন্য কারও পরিশ্রমের ফল বলে ব্যখ্যা করেছেন। এই অন্য কেউ অর্থাৎ প্রেমিকা সুস্মিতা সেনের কথাই বোঝাতে চেয়েছেন বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।
মঙ্গলবার ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অনুরাগীদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রোহমান। সেখানে তাঁকে একজন প্রশ্ন করেন, “সেলেব্রিটি স্টেটাস এনজয় করেন? রাস্তায় যে নিজের ইচ্ছে মতো হাঁটতে পারেন না, কেমন লাগে?” এই প্রশ্নের উত্তরে রোহমান বলেন, “সত্যি কথা বলতে, সেলিব্রিটি স্টেটাস পাওয়ার জন্য এখনও কিছুই করিনি আমি। অন্য কারও কঠিন পরিশ্রমের জন্য এটা পাচ্ছি আমি। যেদিন আমি নিজে অর্জন করব, নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দেব।”
ইনস্টাগ্রামের মাধ্যমেই সুস্মিতার সঙ্গে আলাপ হয়েছিল রোহমানের। তারপর তাঁদের বন্ধুত্ব প্রেমে পরিণতি পায়। এখনও যে তিনি সুস্মিতার জনপ্রিয়তার অংশ হয়েই রয়েছেন, তাতে কি খারাপ লাগে তাঁর? অন্তত তাঁর উত্তর শুনে এমনটাও মনে করছেন অনেকে। যদিও এ বিষয়ে সরাসরি উত্তর দেননি রোহমান।
আরও পড়ুন, ‘রাধে’র খারাপ রিভিউ, মানহানির মামলা করলেন সলমন খান!