Saif Ali Khan: সেলফি তুলতে গিয়েই বিপদ, সবটা ঠান্ডা মাথায় সামলে নিলেন সইফ

Bollywood Gossip: তাঁকে কটাক্ষের শিকার হতে হয়, তবে এই সময় মাথা ঠাণ্ডা রাখাটা কতটা জরুরী, তা এবার প্রমাণ করলেন সইফ আলি খান। বরাবরই তিনি ভক্তদের সঙ্গে সমীয় করেই কথা বলার চেষ্টা করেন। তবে এবার যা ঘটল, তাতে ঘটে যেতে পারত যে কোনও বড় অঘটন।

Saif Ali Khan: সেলফি তুলতে গিয়েই বিপদ, সবটা ঠান্ডা মাথায় সামলে নিলেন সইফ
সইফ আলি খান।

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 08, 2023 | 8:00 PM

সেলেবদের নিয়ে পাপারাৎজিদের উত্তেজনা কম নয়। প্রতি মুহূর্তে তাঁদের ফলো করে চলেছে এক একটি টিম। সকাল থেকে রাত, প্রতিটা পদে পদে ফ্রেমবন্দি সেলেবদের রোজনামচা। আর এর জেরেই কিছু কিছু সময় বেজায় অস্বস্তিতে পড়তে হয় সেলেবদের। প্রকাশ্যে তাঁদের দেখা মানেই ধেয়ে আসেন পাপারাৎজিরা, কখনও আবার সাধারণ মানুষের সেলফি তোলার আবদার, সব সময় সকলের মন রাখা সত্যি কি সম্ভব? প্রশ্ন কোথাও গিয়ে যেন থেকেই যায়। যার জেরেই কখনও ঘটে বিপত্তি, কখনও প্রশ্নের মুখে পড়তে হয় সেলেবদে। মেজাজ হারিয়ে কেউ যদি খারাপ ব্যবহার করে ফেলেন, তবে তো কথাই নেই, পলকে তাঁকে কটাক্ষের শিকার হতে হয়, তবে এই সময় মাথা ঠাণ্ডা রাখাটা কতটা জরুরী, তা এবার প্রমাণ করলেন সইফ আলি খান। বরাবরই তিনি ভক্তদের সঙ্গে সমীয় করেই কথা বলার চেষ্টা করেন। তবে এবার যা ঘটল, তাতে ঘটে যেতে পারত যে কোনও বড় অঘটন।

প্রকাশ্যে সইফকে দেখা মাত্রই পাপারাৎজিদের ভিড়। যদিও পাপারাৎজিরা যথেষ্ট সচেতনভাবেই এই কাজ করে থাকেন। তবে তাঁদের ভিড় ঠেলে যদি ফোন হাতে ঝড়ের গতিতে সেলফি তোলার আবদার নিয়ে এগিয়ে আসেন ভক্তকরা, তবে কোথাও গিয়ে বেজায় মুশকিল। এবার তেমনটাই ঘটল। তাড়াহুরোর মধ্যেই সইফের কাছাকাছি আসতে গিয়ে লাগল ধাক্কা, ভক্তের পায়ের ওপর পা উঠে যেতেই তিনি গায়ে হাত দিয়ে প্রণাম করে এগিয়ে গেলেন। সামনে থেকে অনেকেই তাঁকে সামলে চলতে বললেও নেটিজ়েনদের একাংশের দাবি, তিনি তো সামলেই চলছেন। কেউ লিখলেন, সেলেবদের কখনও না কখনও একা ছাড়তে হয়। সইফ আলি খানের ঝুলিতে এখন এক গুচ্ছ ছবির প্রস্তাব, যদিও এখনও কোন বিগ প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি সেই খবর প্রকাশ্যে আসেনি।