সন্তানের প্রতিপালনের প্রসঙ্গ উঠলে সইফ এবং করিনাকে ১০-এ ১০-ই দেবেন এক্সপার্টরা। সইফের যদিও চার সন্তান। প্রথন স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে তাঁর দুই সন্তান – সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। তাঁরা দু’জনেই অনেকটা বড় হয়ে গিয়েছেন। কেরিয়ারে নিজেকে প্রতিষ্ঠা করছেন তাঁরা। সারার অভিনীত বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। করিনার সঙ্গে বিয়ের পর সইফের আরও দুটি সন্তানের জন্ম হয়। দুটি পুত্র সন্তান। দু’জনেই এখন অত্যন্ত ছোট। একজন তৈমুর ও অন্যজন জেহ। সম্প্রতি তাঁর মা অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে নিয়ে কথা বলেছেন সইফ। গর্বের সঙ্গে বলেছেন, কীভাবে তাঁর মা সামাজিক প্রথা ভেঙে নিজের জায়গা তৈরি করেছেন। এও বলেছেন, করিনার সঙ্গে তাঁর সন্তান প্রতিপালনের দায়দায়িত্ব ঠিক কীরকম।
সম্প্রতি বিশেষ অতিথি হয়ে ইন্ডিয়ান আইডলে অংশগ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর। সেই এপিসোডে তাঁর সন্তান সইফ, সাবা, করিনা এবং সোহা মিষ্টি-মিষ্টি মেসেজ দিয়েছিলেন তাঁকে। সেই ভিডিয়োতেই সইফ জানিয়েছিলেন, লন্ডনে করিনার শুটিং চলাকালীন কীভাবে তিনি তৈমুরের যত্ন নিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, মা শর্মিলার কারণে কর্মরত মহিলাদের তিনি সম্মান করতে শিখেছেন।
সইফ বলেছেন, “সেই জন্যই তো আমি বাড়িতে বসে তৈমুরের খেয়াল রাখতে পেরেছি, যখন করিনা লন্ডনে শুটিংয়ে ব্যস্ত ছিল।”