AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Marriage Anniversary: ‘আমার ‘কোহিনুর’ নেই, আমি সাহস পাই না’, দিলীপহীন বিবাহবার্ষিকীতে সায়রা বানু

Dilip-Saira 56: গতবারও একাই দিনটা কাটিয়েছিলেন সায়রা। জানিয়েছেন, এবারটাও তিনি একাই কাটাবেন।

Marriage Anniversary: 'আমার 'কোহিনুর' নেই, আমি সাহস পাই না', দিলীপহীন বিবাহবার্ষিকীতে সায়রা বানু
দিলীপ কুমার এবং সায়রা বানু।
| Edited By: | Updated on: Oct 10, 2022 | 8:17 PM
Share

প্রায় ৫৪ বছরের দাম্পত্য জীবন। তার ছিঁড়ে যায় ২০২১ সালের ৭ জুলাই। যখন গোটা বলিউডকে কাঁদিয়ে পরলোকে গমন করেন দিলীপ কুমার। একাকী ফেলে রেখে যান তাঁর স্ত্রী এবং একদা সুন্দরী নায়িকা সায়রা বানুকে। যে সায়রার জীবন, ধ্যান এবং জ্ঞান, সবটাতেই মিশে ছিলেন দিলীপ। স্বামী হারা হয়ে তিনি বড্ড একা। অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিনেই বিয়ে করেছিলেন দিলীপ-সায়রা। ১১ অক্টোবর, অর্থাৎ কাল মঙ্গলবারই তাঁদের বিয়ের ৫৬ বছর পূর্ণ হতে চলেছে।

১৪ মাস কেটে গেল দিলীপ কুমার নেই। তাঁর কাছের মানুগতবারও একাই দিনটা কাটিয়েছিলেন সায়রা। জানিয়েছেন, এবারটাও তিনি একাই কাটাবেন।ষের কাছে সময়টা খুবই কঠিন। শোক কাটিয়ে উঠতে পারেননি সায়রা বানু। তিনি মানতেই পারেন না তাঁর ‘কোহিনুর’ আর এই পৃথিবীতে নেই। ইটি টাইমসের সঙ্গে তাঁর সাম্প্রতিকতম সাক্ষাৎকারে সায়না বলেছেন, “সাহস পাই না। কারও সঙ্গে গল্প করতে কিংবা কথা বলতে ইচ্ছা করে না।”

তিনি জানিয়েছেন, দিলীপ কুমারের সঙ্গে কাটানো তাঁর প্রত্যেকটি বিবাহবার্ষিকীই দারুণ মনোরম ছিল। মনে রাখার মতো ছিল। একই দিনে অমিতাভ বচ্চনের জন্মদিন। সায়রা বলেছেন, “আমাদের বিবাহবার্ষিকীতে অমিতাভ সুন্দর-সুন্দর ফুল পাঠাতেন। আরও অনেক ফুল পাঠাতেন। সারা বাড়ি ফুলে ভরে যেত।” সায়রা জানিয়েছেন, একই ভাবে দিলীপ সাহেবও অমিতাভকে ফুল পাঠাতেন তাঁর জন্মদিনে।

অমিতাভের সঙ্গে ‘জ়াঞ্জির’ ছবিতে অভিনয় করেছিলেন সায়রা বানু। সায়রা জানিয়েছেন, তাঁর ভাইয়ের জন্মদিনও ১১ অক্টোবর। ফলে দিনটা সায়রার জীবনেও গুরুত্বপূর্ণ। বলেছেন, “দিলীপ কুমার এবং অমিতাভ একে-অপরকে চিঠি লিখতেন মন খুলে। আমি নিজের কাছে সেই সব চিঠি সযত্নে রেখে দিয়েছি।”