Salman Relationship: একের পর এক প্রেমের সম্পর্ক ভেঙেছে, ৫৭ বছর বয়সে এসে দায় নিলেন সলমন
Relationship: এখনও অবিবাহিতই রয়েছেন সলমন খান। তবে একের পর এক সম্পর্ক ভাঙার পিছনে থাকা কারণ কী? অবশেষে সম্পর্ক প্রসঙ্গ এড়িয়ে না গিয়ে মুখ খুললেন সলমন খান।

বলিউডের অন্যতম সুপারস্টার সলমন খান। জীবনে একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে কোনও সম্পর্কই শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। নানা কারণে মন ভেঙেছে জুটির। আজও তাই অবিবাহিত থেকে গেলেন সলমন খান। তবে একের পর এক সম্পর্ক ভাঙার পিছনে থাকা কারণ কী? অবশেষে সম্পর্ক প্রসঙ্গ এড়িয়ে না গিয়ে মুখ খুললেন সলমন খান। ঝড়ের গতিতে ভাইরাল হল তাঁর সেই মন্তব্য। সম্প্রতি তাঁকে আপ কি আদালত-এ উপস্থিত হতে দেখা যায়। সেখানেই সলমন খান এবার জানালেন, একাধিক সম্পর্ক ভেঙেছে, কারণ পুরোটাই তাঁর ভুল ছিল।
৫৭ বছর বয়সে এসে তবে কি কোথাও গিয়ে খারাপ লাগা কাজ করে সলমন খানের? তাঁর জীবনে যাঁরা এসেছিলেন, তাঁরা প্রত্যেকেই ভীষণ ভাল, খারাপ কেবল তাঁর মধ্যেই রয়েছে বলে দাবি করেন সলমন খান। তবে এই মন্তব্যে রইল এক গোপন ইঙ্গিত। সলমন নিজের মন্তব্য ভেঙে বোঝালেন, যখন সম্পর্কে দ্বিতীয় ব্যক্তি আসে, তখন দোষ তাঁর, যখন তৃতীয় ব্যক্তি আসে আসে তখন দোষ তাঁর, যখন চতুর্থ বা পঞ্চম ব্যক্তি আসে, তখন তিনি বুঝে উঠতে পারেন না যে দোষ আদপে তাঁদের না সলমনের।
প্রসঙ্গত, ২০২৩ সাল, এক কথায় বলিউড বক্স অফিসে শাহরুখ-সলমনের বছর। একের পর এক ছবির খবরে বার-বার চর্চার কেন্দ্রে জায়গা করে নিচ্ছেন এই দুই স্টার। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া প্রতিটা খবরের মাঝে সর্বাধিক যা নজর কাড়ে তা হল ছবির বক্স অফিস কালেকশন। সলমন খানের ছবি কিসি কি ভাই কিসি কি জান বর্তমানে খুব একটা বক্স অফিসে ঝড় তুলতে পারেনি। ছবি ঘিরে ভক্তদের একাধিক অভিযোগ বর্তমান। যার ফলে তিন বছর পর কামব্যাক করেও বক্স অফিসে এখনও ১০০ কোটি ছুঁতে পারলেন না ভাইজান। যা নিয়ে রীতিমত চর্চার কেন্দ্রেও জায়গা করে নিয়েছেন ভাইজান।
