ভারতে আয়োজিত হচ্ছে ২০২৩ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ। চেন্নাইতে প্রস্তুতি চলাকালীন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা শুভমন গিল। ক্রিকেট শিবিরে থাকার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুভমনের প্লেটলেট নেমে যায় ৭০ হাজারে। এক লাখ না হওয়া পর্যন্ত হাসপাতালেই রেখে দেওয়া হয়েছিল তাঁকে। আর সেই কারণেই ক্রিকেট বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি শুভমন। খানিক সুস্থ হওয়ার পর শনিবার আহমেদাবাদে আয়োজিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচে অংশ নিয়েছেন শুভমন। যে খেলার সূচনা হয়েছে অরিজিৎ সিংয়ের গানে। এবং যে খেলায় ভারতীয় খেলোয়াড়দের উৎসাহ দিতে হাজির ছিলেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে সলমন খানও।
আহমেদাবাদ ভারত-পাকিস্তানের খেলায় ভারতীয় ক্রিকেটারদের উৎসাহ দেওয়ার পাশাপাশি তাঁর আসন্ন ছবি ‘টাইগার থ্রি’র প্রচার করেছেন সলমন। দলের প্রত্যেক খেলোয়াড়কে বাহবা দেওয়ার পাশাপাশি বিশেষভাবে উল্লেখ করেছেন শুভমনের নাম। তরুণ ক্রিকেটারের উদ্দেশে সলমন বলেছেন, “আমার মনে হয় শুভমনের খেলা দরকার। ‘কিসি কি ভাই কিসি কা জান’ ছবির শুটিংয়ের সময় আমার করোনা এবং ডেঙ্গি দুটোই হয়েছিল। তা সত্ত্বেও আমি ছবির ক্লাইম্যাক্স শুট করেছিলাম। শুভমন তরুণ খেলোয়াড়। আমার মনে হয় ওর খেলা উচিত।
চেন্নাইয়ের হাসপাতালে যখন ডেঙ্গির চিকিৎসা চলছিল শুভমনের, সে সময় গোটা দেশট তাঁকে দ্রুত আরোগ্য কামনায় শুভেচ্ছাবার্তা জানিয়েছিল। সেই বার্তাগুলির মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ কেড়েছিল সচিন টেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের বার্তা। শুভমনকে দ্রুত সুস্থ হওয়ার জন্য শুভকামনা জানিয়েছিলেন তিনি।
সারার সঙ্গে শুভমনের সম্পর্কের গুজব বহুদিনের। তাঁরা নাকি সম্পর্কে ছিলেন। একসঙ্গে বহু জায়গায় বেড়াতেও গিয়েছিলেন তাঁরা। শোনা যায়, শুভমনকে বিশেষ প্রশিক্ষণও দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তাঁদের সম্পর্ক নাকি ভেঙে যায়। যদিও সত্যি যে কী, তা কেউ জানে না এখনও।