বলিউড (Bollywood) অভিনেতা (Actor) কমল আর খানের (Kamaal R Khan) বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সলমন খান। গত বুধবার এমন অভিযোগ করেছেন খোদ কমল। সোশ্যাল মিডিয়ায় সলমনের টিমের তরফে তাঁর কাছে পাঠানো আইনি নোটিসও শেয়ার করেছেন কমল। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর রিভিউ করেছিলেন কমল। ইউটিউবে সে রিভিউ প্রকাশ পাওয়ার পরই নাকি সলমনের তরফে এই মানহানির মামলা করা হয়েছে বলে অভিযোগ। যদিও সে অভিযোগ সলমনের টিমের তরফে উড়িয়ে দেওয়া হয়েছে। মানহানির মামলার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। কিন্তু তার কারণ নাকি ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর রিভিউ নয়।
সলমনের টিমের তরফে বৃহস্পতিবার সংবাদমাধ্যমে জানানো হয়, কমল নাকি সলমনের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ করেছিলেন। সে কারণেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর সঙ্গে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর রিভিউয়ের কোনও সম্পর্ক নেই।
সলমন খানের আইনজীবীদের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ‘সলমন খান মিস্টার কমল আর খানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন, এই মর্মে বেশ কয়েকটি টুইট করেছেন কমল। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর রিভিউ। কিন্তু তা সঠিক নয়। মামলা করা হয়েছে, এ কথা সত্যি। সেই নথিও কমল প্রকাশ করেছেন। কিন্তু কমল সলমনকে দুর্নীতিগ্রস্ত বলেছেন। তিনি আরও বলেন, সলমন এবং তাঁর ব্র্যান্ড “বিয়িং হিউম্যান” জালিয়াতি, ম্যানিপুলেশন এবং অর্থ পাচারের লেনদেনের সঙ্গে জড়িত, সলমন খান ফিল্মস ডাকাত বলেন তিনি। সে কারণেই এই মানহানির মামলা দায়ের করা হয়েছে।’
অন্যদিকে এ দিন আদালতে কমল আর খানের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল সলমন খানের বিরুদ্ধে কোনও রকম মন্তব্য করেননি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৭ জুন। ততদিন পর্যন্ত কমল যাতে সোশ্যাল মিডিয়ায় সলমনকে নিয়ে কোনও রকম মন্তব্য না করেন, তার নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন, ‘রাধে’র খারাপ রিভিউ, মানহানির মামলা করলেন সলমন খান!