Salman Khan Controversy: ‘আমায় নকল করতে চেয়ে পারেনি’, প্রভুদেবাকে নিয়ে এ কী বলে বসলেন ভাইজান

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 29, 2023 | 1:29 PM

Bollywood Controversy: সলমন খানকে নাচ শেখানোর দায়িত্ব ছিল প্রভুদেবার উপর। ছবির প্রচারে এসে সলমন খান সে বিষয়ে মুখ খুলেছিলেন। বলেছিলেন তাঁর ও প্রভুদেবার একসঙ্গে নাচের অভিজ্ঞতা কেমন ছিল। তাঁর কথায় সলমন খানের নাচ নাকি করতেই পারবেন না প্রভুদেবা।

Salman Khan Controversy: আমায় নকল করতে চেয়ে পারেনি, প্রভুদেবাকে নিয়ে এ কী বলে বসলেন ভাইজান

Follow Us

সলমন খান, মাঝেমধ্যেই যাঁর মন্তব্য ঘিরের বিভিন্ন মহলে চর্চা ওঠে তুঙ্গে। বলিউড ভাইজান কেবল মজার ছলে এই মন্তব্য করে থাকেন নাকি মন থেকে সত্যি কথাগুলো উগরে দিচ্ছেন, সে হিসেব মিলাতে পারেন না অনেকেই। ঠিক তেমনই এক বিতর্কিত মন্তব্য করে বসে ছিলেন তিনি ডান্স গুরু প্রভুদেবাকে নিয়ে। প্রভুদেবা সলমন খানের সঙ্গে নাচ করেছিলেন ‘ওয়ান্টেড’ ছবিতে। সেখানে সলমন খানকে নাচ শেখানোর দায়িত্ব ছিল প্রভুদেবার উপর। ছবির প্রচারে এসে সলমন খান সে বিষয়ে মুখ খুলেছিলেন। বলেছিলেন তাঁর ও প্রভুদেবার একসঙ্গে নাচের অভিজ্ঞতা কেমন ছিল। তাঁর কথায় সলমন খানের নাচ নাকি করতেই পারবেন না প্রভুদেবা।

ঠিক কী বলেছিলেন সলমন খান?

ভাইজানের কথায়, প্রভুদেবা  তাঁকে যে স্টেপই দেখাচ্ছিলেন তিনি খুব সহজেই তা তুলে ফেলছিলেন। প্রভুদেবা নাকি বুঝতেই পারছিলেন না সলমন খান কীভাবে এত তাড়াতাড়ি এই স্টেপগুলো তুলে ফেলছেন! সলমন খানের কথায় স্টেপ গুলো আসলে তাঁর নিজের মত ছিল। পরবর্তীতে যখন প্রভুদেবা সেই স্টেপগুলো নিজে তোলার চেষ্টা করেন, তিনি পারেননি। সলমন খানের এই মন্তব্য শোনা মাত্রই শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। কেউ বললেন সলমন খান কি সত্যিই কথাগুলো বলেন নাকি মজা করেন? কেউ আবার লিখলেন, সলমন খানের নাচ মন ছুয়ে যায়, তবে মাথায় ঢোকে না।

প্রভুদেবাকে নিয়ে করা তাঁর এই মন্তব্য বিভিন্ন মহলে চলছে সৃষ্টি করলেও সলমন খান যে খুব একটা গুরুত্ব সহকারে বলেছিলেন এমনটা নয়। তাঁর বাচন ভঙ্গিতে স্পষ্ট ছিল যে তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি নাচ নিজের মতো করেই করতে পারেন, সেখানে নিজের বিশেষত্বই থাকে। তাঁকে যেমনই শেখানো হোক না কেন, তার মধ্যে কোথাও গিয়ে সলমনের ছোঁয়া থেকেই যাবে।

Next Article