Salman Khan: ‘অপমান’-এর পর প্রবল অনুশোচনা? ভিকিকে দেখা মাত্রই জড়িয়ে ধরলেন সলমন

Salman Khan: সলমন খান কি দুঃখিত? নাকি সবটা 'ড্যামেজ কন্ট্রোল'-এর মরিয়া চেষ্টা। দিন কয়েক আগেই এক অনুষ্ঠানে তাঁর দেহরক্ষীরা ধাক্কা দিয়েছিল ভিকি কৌশলকে, সেই ভিকি কৌশল যিনি ভাইজানের প্রাক্তন প্রেমিকার বর্তমান স্বামী। ভাইজান দেখেও দেখেননি। তবে এবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উলটপূরাণ।

Salman Khan: 'অপমান'-এর পর প্রবল অনুশোচনা? ভিকিকে দেখা মাত্রই জড়িয়ে ধরলেন সলমন
এ কী করলেন সলমন খান!
Follow Us:
| Edited By: | Updated on: May 27, 2023 | 12:40 PM

সলমন খান কি দুঃখিত? নাকি সবটা ‘ড্যামেজ কন্ট্রোল’-এর মরিয়া চেষ্টা। দিন কয়েক আগেই এক অনুষ্ঠানে তাঁর দেহরক্ষীরা ধাক্কা দিয়েছিল ভিকি কৌশলকে, সেই ভিকি কৌশল যিনি ভাইজানের প্রাক্তন প্রেমিকার বর্তমান স্বামী। ভাইজান দেখেও দেখেননি। তবে এবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উলটপূরাণ। ভিকিকে দেখামাত্রই বুকে জড়িয়ে ধরলেন সলমন। ঠিক কী ঘটেছিল দিন কয়েক আগে? এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সলমন খান ও ভিকি কৌশল দু’জনেই হাজির হয়েছিলেন। সেখানেই ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন ভিকি। তাঁকে ঘিরে ছিলেন তরুণীরা। আচমকাই তৎপরতা বেড়ে যায় সকলের মধ্যেই।

এর খানিক পরেই দেখা যায় প্রায় ডজন খানেক নিরাপত্তারক্ষী নিয়ে হাজির হচ্ছেন সলমন খান। এর পরেই ঘটে যায় সেই ঘটনা। ভিকিকে কার্যত ধাক্কা দিয়ে সলমনের জন্য রাস্তা প্রসস্ত করে দেন তাঁর আশেপাশের মানুষেরা। ঠিক কী ঘটছে প্রথমাবস্থায় বুঝতে পারেননি ভিকি। পরে যদিও জলের মতো পুরস্কার হয় পুরোটা। সলমনকে আসতে দেখে তাঁর দিকে খানিক এগিয়ে যান ভিকি কৌশল। নিরাপত্তারক্ষীদের বাধা সত্ত্বেও কথা বলার চেষ্টা করেন সলমনের সঙ্গে। ভাইজানকে তাকাতে দেখা যায় একবার। অল্প কথায় উত্তর দিয়ে সামনের দিকে এগিয়ে যান তিনি। ভিকি আরও কিছুটা এগিয়ে আসেন। কিন্তু নিজস্ব ‘SWAG’-এ কার্যত পাত্তা না দিয়েই এগিয়ে যান ভাইজান। ভিকি তাকিয়ে থাকেন…তাতে যদিও বিশেষ লাভ হয়নি। এই ঘটনায় চরম নিন্দিত হন সলমন খান। অনেকেই প্রশ্ন তোলেন,”সলমন কি প্রতিশোধ নিলেন”?

এ নিয়েই যখন আলোচনা তুঙ্গে তখনই দেখা গেল এক অন্য ছবি। অন্য এক অনুষ্ঠানে ভিকিকেই প্রথম জড়িয়ে ধরলেন তিনি। ভিকিও অবশ্য পূর্বের তিক্ততা মনে রাখেননি। তিনিও বাড়িয়ে দেন বন্ধুত্বে হাত। ভাইজানকে পাল্টা জড়িয়েও ধরতে দেখা যায় তাঁকে। নেটিজেনদের একটা বড় অংশের রসিক মন্তব্য, একেই বলে ‘মধুরেণ সমাপয়েত’।