Salman Viral Video: ‘পিছে হট…’ চোখ পাকিয়ে হুমকি সলমনের? ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 20, 2023 | 9:25 PM

Bollywood Gossip: সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গালা সেলিব্রেশন। একে একে ভিড় জমাচ্ছেন অনেকেই। ফলে পাপারাৎজিদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। একটা ছবির জন্য ভিড় উপচে পড়ছিল গেটের সামনে। এমনই সময় আটকে পড়ে সলমন খানের মা বাবার গাড়ি।

Salman Viral Video: পিছে হট... চোখ পাকিয়ে হুমকি সলমনের? ভাইরাল ভিডিয়ো

Follow Us

সলমন খান,  একদিনে যেমন একশ্রেমির কাছে বলিউড ভাইজান ভীষণ দয়ালু, তেমনই আবার অপর শ্রেণি সলমন খানেন রুদ্রমর্তী দেখেছেন। মাঝে মধ্যেই মেজাজ হারাতে দেখা যায় তাঁকে। তবে দিন দিন তার পরিমাণ কমে যাচ্ছে। এখন অনেক বেশি সংবেদনশীল সলমন খান। সকলের সঙ্গে তাল মিলিয়ে চলতেই বেশি পছন্দ করেন। তবুও মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়, যেখানে চেনা লুকে আবারও ধরা দিয়ে ফেলেন সলমন খান। সেই শক্ত চোয়াল, বড় বড় চোখ, রেগে লাল হয়ে গেলেন অভিনেতা। হঠাৎ এমন কী হল? ভাই সোহেল খানের জন্মদিন। তার জন্য সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গালা সেলিব্রেশন। একে একে ভিড় জমাচ্ছেন অনেকেই। ফলে পাপারাৎজিদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। একটা ছবির জন্য ভিড় উপচে পড়ছিল গেটের সামনে। এমনই সময় আটকে পড়ে সলমন খানের মা বাবার গাড়ি।

দেখা মাত্রই চিৎকার করে ওঠেন সলমন খান। রেগে গিয়ে পাপারাৎজিদের উদ্দেশে বলেন পিছে হটো। সলমনের এই ভিডিয়ো এখন সোশ্যা মিডিয়ায় ভাইরাল। ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন জল্পনা তুঙ্গে। সলমন খান যদিও তা নিয়ে কোনওদিনই খুব একটা মুখ খোলেননি। তবে ভক্তের সঙ্গে কখনও উগ্র ব্যবহার, কখনও আবার বিমানবন্দরে গিয়ে বচসা, সব মিলিয়ে সলমন খান মাঝে মধ্যেই নানা বিতর্কের মুখে পড়েছেন।

যদিও মিডিয়ার সঙ্গে একাধিকবার উগ্র ব্যবহার করা সলমন খান বেশ স্বাচ্ছন্দের সঙ্গেই সকলের মুখোমুখি হয়ে থাকেন। পাপারাৎজিদের দেখেও দাঁড়িয়ে পড়েন। টাইগার থ্রি মুক্তি পাওয়ার পরও তিনি সকলের মুখোমুখি হয়েছিলেন। সকলের সঙ্গেই নানা প্রসঙ্গে কথা বলেছিলেন, তবে এই ভিডিয়োকে কেন্দ্র করে আরও একবার চর্চায় উঠে এসেন সলমন খান।