AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Vs Shahrukh: ৪ মাস পর পাঠান বিতর্কে মুখ খুললেন সলমন, সম্মান জানালেন কিং-কে

Viral News: শাহরুখ খানের পাঠান ছবি বক্স অফিসে ১০০০ কোটি ছাড়িয়েছে। এবার পালা ভাইজানের। সলমন খান কি পারবে শাহরুখ খানকে টেক্কা দিতে। যদিও মুখোমুখি প্রতিযোগিতায় নামেনি এই দুই স্টার।

Salman Vs Shahrukh: ৪ মাস পর পাঠান বিতর্কে মুখ খুললেন সলমন, সম্মান জানালেন কিং-কে
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 7:40 PM
Share

পাঠান ছবি বক্স অফিস দাপটের সঙ্গে রাজত্ব করে। তবে ছবির সাফল্য নিয়ে একাধিক বিতর্ক রাতারাতি জায়গা করে নিয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। কেউ বলেছিলেন সলমন খানের জন্য এই ছবির এত আয়, কেউ বলেছিলেন পেইড প্রমোশন। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া বিতর্কে কোনওদিন কেউ মুখ খোলেননি। চুপ ছিলেন ভাইজানও। তবে নিজের ছবির বক্স অফিস কালেকশন দেখে রীতিমত পিছু হটলেন ভাইজান। না, পাঠান ছবির ক্রেডিট আর নিজের পকেটে রাখলেন না। সরাসরি জানিয়ে দিলেন, পাঠান ছবির সাফল্যের ভার সম্পূর্ণ শাহরুখ খানের। যদিও তিনি কোনওদিনই প্রকাশ্যে বলেননি যে তাঁর জন্যই ছবি এত হিট। তবে বিতর্কে কোনওদিন মুখ না খোলেননি তিনি।

২০২৩ সাল, এক কথায় বলিউড বক্স অফিসে শাহরুখ-সলমনের বছর। একের পর এক ছবির খবরে বারে বারে চর্চার কেন্দ্রে জায়গা করে নিচ্ছেন এই দুই স্টার। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া প্রতিটা খবরের মাঝে সর্বাধিক যা নজর কাড়ে তা হল ছবির বক্স অফিস কালেকশন। ইতিমধ্যেই শাহরুখ খানের পাঠান ছবি বক্স অফিসে ১০০০ কোটি ছাড়িয়েছে। এবার পালা ভাইজানের। সলমন খান কি পারবে শাহরুখ খানকে টেক্কা দিতে। যদিও মুখোমুখি প্রতিযোগিতায় নামেনি এই দুই স্টার। বরং একে অন্যের পাশে দাঁড়িয়ে বলিউডের ভারসাম্য ফেরাতে মরিয়া তাঁরা।

তাই বলে ভক্তদের নজরে চুল চেরা বিচার থাকবে না তা কি হয়? না, সেই কারণেই এবার পাঠান ও টাইগারের বাজার দরে নজর সিনেপাড়ার। ওটিটিতে কত কোটিতে বিক্রি হয়েছিল পাঠান? গত এক বছর আগেই আমাজন প্রাইমে ১০০ কোটি টাকায় বিক্রি হয়ে গিয়েছে পাঠান ছবি। টাইগার ছবি সেই অঙ্ককে ছাপিয়ে গেল। একই প্ল্যাটফর্মে এবার তা বিক্রি হল ২০০ কোটি টাকায়। ফলে বোঝাই যাচ্ছে ভাইজান এই ক্ষেত্রে শাহরুখ খানকে বেশ অনেকটাই টপকে গিয়েছেন।

তবে কিসি কি ভাই কিসি কি জান ছবি মোটেও ভাল ফল করতে পারল না বক্স অফিসে। এখনও ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিতে পারেননি সলমন খান। যা নিয়ে রীতিমত চর্চা তুঙ্গে।