Salman Khan: রাতারাতি পাল্টে যাচ্ছে ঘর, মহা বিপত্তিতে সলমন খান
Bedroom Secret: আর কোনও ক্ষেত্রে তাঁর মায়ের হুকুম খুব একটা না চললেও গ্যালাক্সিতে সলমন খানের ঘর কীভাবে গোছানো হবে, কীভাবে সাজানো হবে? সব সিদ্ধান্ত নিয়ে থাকেন তাঁর মা।
সলমন খান, যাঁকে নিয়ে প্রতিটা মুহূর্তে ভক্তদের মনে কৌতূহলের পারদ থাকে তুঙ্গে, সেই ভাইজান নিজেই এক এক সময় পড়ে যান ঘোর বিপত্তিতে। বাড়ি ফিরে বুঝেই উঠতে পারেন না তাঁর ঘর কোনটা। মাঝেমধ্যেই তাঁর সঙ্গে ঘটে এ ধরনের ঘটনা। এক সাক্ষাৎকারে হাসতে হাসতে সলমন খান তাঁর অন্দরমহলের এমনই রহস্য ভেদ করেছিলেন। সলমন খান তাঁর বাড়িতে, দুই মা ও বাবার সঙ্গেই থাকেন। যদিও অধিকাংশ সময় অর্পিতা ফার্ম হাউসেই সময় কাটে ভাইজানের। এক্ষেত্রে তাঁর মায়ের হুকুম খুব একটা না চললেও গ্যালাক্সিতে সলমন খানের ঘর কীভাবে গোছানো হবে, কীভাবে সাজানো হবে? সব সিদ্ধান্ত নিয়ে থাকেন তাঁর মা।
তাতেই মাঝে মধ্যে বিপত্তিতে পড়তে হয় ভাইজানকে। ছেলের কেন বিয়ে হচ্ছে না? মাঝেমধ্যেই নানা জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করেন তিনি, কখনও কখনও আবার বাস্তু সমস্যার কথা ভেবে, পাল্টে ফেলুন ঘরের ইন্টিরিয়ার। সলমন খান এসব কিছুই জানতে পারেন না। কেবল মাঝে মধ্যে বাড়িতে ঢুকে দেখেন হঠাৎ হঠাৎ করে পাল্টে যাচ্ছে তাঁর চেনা ঘর। মায়ের এই কান্ডতে মাঝেমধ্যেই হাসি ফোটে সলমন খানের মুখে তবে কোনদিনই তিনি প্রতিবাদ করেন না।
বর্তমানে, নিরাপত্তার কারণে সলমন খান গ্যালাক্সিতে থাকছেন। আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত ভাইজান এখন খুব একটা প্রকাশ্যে আসছেন না কারণ। নয়তো মুম্বই শহরের রাস্তায় মাঝেমধ্যেই দেখা মিলতো সলমনের, হয় কখনোওসাইকেল চালাচ্ছেন। কিংবা নিজেই ড্রাইভ করে পৌঁছে যাচ্ছেন স্টুডিওতে। তবে হত্যার হুমকি পাওয়ার পর থেকেই পাল্টে যায় সেই সমীকরণ। এক সাক্ষাৎকারে এমনই কথা জানিয়েছিলেন তিনি। তিনি বিশ্বাস রাখেন না বাস্তু কিংবা জ্যোতিষে, তবে মায়ের বিশ্বাসকে তিনি অসম্মান করেন না।