Salman Khan: ‘যার জান হতে চাইতাম, সে আজকাল…’, সলমনের গলায় আক্ষেপের সুর

Salman Khan: সলমন খানের লাভ লাইফ 'হ্যাপেনিং'। তাঁর জীবনে প্রেমের খামতি নেই। বয়স প্রায় ৬০ ছুঁই ছুঁই। তবু এখনও বিয়েতে না তাঁর। এই মুহূর্তে তাঁর প্রেমিকা কে, এই নিয়ে চর্চা চলছেই।

Salman Khan: 'যার জান হতে চাইতাম, সে আজকাল...', সলমনের গলায় আক্ষেপের সুর
সলমন খান।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2023 | 1:01 PM

 

সলমন খানের লাভ লাইফ ‘হ্যাপেনিং’। তাঁর জীবনে প্রেমের খামতি নেই। বয়স প্রায় ৬০ ছুঁই ছুঁই। তবু এখনও বিয়েতে না তাঁর। এই মুহূর্তে তাঁর প্রেমিকা কে, এই নিয়ে চর্চা চলছেই। যদিও ভাইজানের দাবি তিনি সিঙ্গল। এই বয়সে এসেও সিঙ্গলত্ব কি পোশাচ্ছে না তাঁর? হয়তো তাই। কারণ প্রেম নিয়ে প্রশ্ন করতেই সলমনের গলাতেও ঝরে পড়ল আক্ষেপের সুর। ‘আপ কি আদালত’-এ হাজির হয়েছিলেন সলমন খান। সেখানেই সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, “এখন আপনার জান কে? এখন কে আছে মনে?” উত্তরে সলমন বিষণ্ণ মুখ করে বলেন, “যার জান হতে চাইতাম সেও আজকাল ভাই বলে ডাকতে শুরু করেছে। আমি কী করি বলুন তো?” কার উদ্দেশ্যে কথাটি ছুড়ে দিলেন সলমন? নেটিজেনরা রসিকতা করতে ছাড়েননি। ভিডিয়ো সামনে আসতেই কেউ নিয়েছেন ক্যাটরিনা কাইফের, কেউ আবার টেনে এনেছেন ঐশ্বর্যা রাইয়ের প্রসঙ্গ।

 

বিগত বেশ কিছু মাস ধরেই রটেছে দক্ষিণী তারকা পূজা হেগড়ের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সলমন খান। ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতে অভিনয় করতে গিয়েই নাকি গাঢ় হয়েছে প্রেম। ভাইজান যে এ নিয়ে কিছু বলবেন না, তা একপ্রকার নিশ্চিত। তবে এ নিয়ে দীর্ঘদিন চুপ থাকার পর কিছুদিন আগেমুখ খুলেছেন পূজা। এক সাক্ষাৎকারে তাঁর দাবি, এ সব ডেটিং আদপে রটনা। পূজা বলেন, “আমি সিঙ্গল। সিঙ্গল থাকতে আমার ভালই লাগে। আপাতত নিজের কেরিয়ারে ফোকাস করতে চাই।” পূজা আরও যোগ করেন, “আমার ভাল লাগছে যে মানুষের আমাদের অনস্ক্রিন রসায়ন ভাল লাগছে। এই রসায়নটাই তো আমাদের সিনেমার উল্লেখযোগ্য বিষয়।” এর আগে পূজার সঙ্গে বিভিন্ন পার্টিতে একসঙ্গে যেতে দেখা গিয়েছে সলমন খানকে। এখানেই শেষ নয়, সম্প্রতি শোনা যাচ্ছে ‘বজরঙ্গী ভাইজান’-এর সিকুয়েল বের হবে। এও শোনা যাচ্ছে, ওই ছবিতে নাকি করিনা কাপুর নয়, সলমনের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। এর আগে সলমন ও পূজার সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন সলমনের কাছের বন্ধু। তিনিও জানিয়েছে ‘সন্তানসম’ পূজাকে নিয়ে এ হেন রটনা আদপে কুরুচিপূর্ণ। কিন্তু গসিপ যে থামবার নয়।